পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী নজরবন্দী । আহা, বংশের একমাত্র দুলাল পাগল হ’য়ে গেল ! হিরণ্য ভেবে ভেবে কেমন এক রকম জড় পিণ্ডের ন্তায় হয়ে গেছেন। একদা প্রভাতে অন্তঃপুর মধ্যে কোন এক সুসজ্জিত কক্ষমধ্যে বসিয়। হিরণ্য র্তাহার কনিষ্ঠ সহোদরকে বলিতেছিলেন, “কি করা যায় বল দেখি, ছেলেটকে নিয়ে ত কোন সুখ হ’ল না ” গোব। আমাদের মনুষ্য জন্ম বৃথা হ’ল । হির । বিয়ে দিলেম, এমন বউ – রূপে গুণে লক্ষ্মী সরস্বতী । গোব। বউট। রোজ রাতে কণদতে কাদতে ঘর হতে বেরিয়ে আসে । হির । আসবেই ত ! পাগল নিয়ে ভরসা করে কে রাত কাটাতে পারে । গোব। অহা, বউ-মা আমার সাবিত্রী ; কাদেন আর বলেন, কেন পাগলের সঙ্গে আমার বিয়ে হলো গো । হির । বলবেনই ত । গোব । আহা, যদি একটা খুদ কুঁড়োও হ’ত ! হির। হ্যা, আমাদের ভাগ্যিতে ওর আবার ছেলে হবে । গোব। আর দেখ দাদা, ও যদি শোনে যে, রাজ্যের মন্ত্রীরা বিবাগী হ’য়ে চ’লে গেছেন, তা”হ’লে ওকে আর ধরে রাখতে পারব না । २२b”