পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়—আহবান হির । কিছুতেই পারব না। গোব। আজ এক বছর খবরটা লুকিয়ে রেখেছি, যদি দৈবাৎ শুনতে পায়— হির । আরে বাপ রে ! যদি দৈবাৎ শুনতে পায়— গোব । আচ্ছা দাদা, এক কাজ করলে হয় না— হির । কর, কর, এখনি কর । গোব। ওকে শুনিয়ে দি, আমরা দত্তক পুত্ৰ নিচ্ছি— হির | দত্তক নিচ্ছি ? বেশ শুনিয়ে দেও। গোব। তাহলে ওর ভয় হবে, ভাবে এতটা বিষয় হাত ছাড়া হবে । এখন জানে ওর সব । হির। বেশ তাই কর ; কবে দত্তক নিচ্ছ ? গোব। নেব না, শুধু ভয় দেখাব ৷ হির । ওঃ তাই ! বেশ ভয় দেখাও । যার কথা হইতেছিল, তিনি সহসা তথায় উপস্থিত হইলেন । রঘুনাথ ভাবে ঢুলু ঢুলু ; যেন দূরে কি দেখিতেছেন, যেন আকাশে কি শুনিতেছেন। রঘুনাথ সম্মুখে পিতাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, “বাবা তোমরা আমার শত্রু না মিত্ৰ ?” গোব। ছিছি এ কথা কেন ? আমাদের মত তোমার হিতাকাঙ্খী আর কে আছে বাবা ? হির। নেই ত, কোথাও নেই। ২২৯