পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী রঘুনাথ । তুমি আমার সামনে এস না ইল্ললা । তুমি এলে আমার যা’ কিছু সুন্দর সব সরে যায়। ইল্ললা । তা"ত বাবেই ; পত্নী থাকৃলে উপ-পত্নী আসতে পারে না । রঘুনাথ। উপ-পত্নী ? সে কে ? ইল্ললা । যা’র রূপে তুমি পাগল। রঘুনাথ । সে পুরুষ কি স্ত্রী, তাও ত আমি কখন ভেবে দেখি নি ; তুমি ও-সব কথা আর বলে না। ইল্ললা । তা’ বই কি ; আমি চুপ করে থাকি, আর তুমি যা ইচ্ছে তাই কর। একবার তোমার সেই রূপকে পেতামত বাটাপেট করে ছাড়তুম। রঘুনাথ । পাপিষ্ঠ ! ন—অভিসম্পাৎ করব না। প্রভু, অবোধকে ক্ষম করে । ইল্ললা। ম্যাগে ! এইবার শাপমন্নি ধরেছে, তারপর মারবে। মত অধৰ্ম্ম করেছিলাম, তাই এ ঘরে পড়েছি। ইল্ললা চোখে বস্ত্ৰ দিয়া প্রস্থান করিলেন। রঘুনাথ তদবস্থায় ভূপৃষ্ঠে বসিয়া রছিলেন। নয়ন অৰ্দ্ধমুদ্রিত , মন, প্রভুর চরণধ্যানে নিরত। হিরণ্য ও গেঞ্জেল দ্বীরে ধীরে অগ্রসর হইয়া রঘুনাথের পশ্চাতে দাড়াইলেন। রঘুনাথ বাহজান-বিরহিত তাহীদের লগ করিলেন না। সহসা বলিয়। ゞ○8