পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী গোবদ্ধন । স্থির হও বাবা, বসে।–চঞ্চল হয়ে না । হিরণ্য। আর স্থির হয়েছে—বছি ডাকতে পাঠাও । রঘুনাথ। বাবা, ওই দেগ, আকাশের গায় প্রভুর সোণার হাত ফুটে উঠেছে ; চেয়ে দেখ বাবা, কি সুন্দর । নীলসমুদ্রের মধ্যে কি রূপময় জ্যোতিঃ ! গোবৰ্দ্ধন বাতায়ন-পথে দৃষ্টিপাত করিয়া কছিলেন, “কই, আমি ত কিছু দেখতে পাচ্ছি না।” রঘুনাথ । কেন দেখতে পােচ্ছ না বাবা ? ওই যে তোমার চোখের সাম্নে সমস্ত বিশ্বের আলো স্নান করে— গোবৰ্দ্ধন । বদ্যিই ডাকতে হ’ল—ছেলেটার মাথা বিগৃড়েছে । রঘুনাথ। বাবা, জ্যেঠা, তোমাদের কাছে কত অপরাধ করেছি, আমায় ক্ষমা কর ; আমি চললুম। গোবৰ্দ্ধন। কোথায় যাবে ? দাড়াও । রঘুনাথ। কি আমায় যেতে দেবে না ? প্রভু আমায় ডাকছেন, তুমি যেতে দেবে না ? তুমি আমার বন্ধ করবে ? এই বাপের কাজ ? আজ হ’তে তোমাদের সঙ্গে আমার সকল সম্বন্ধ বিচ্ছিন্ন হ’ল । সাধ্য থাকে আমার পথ রোধ কর—আমায় বন্দী কর । তোমার অনুচরদের ডাক, তোমার ষে যেখানে আছে ডাক, পৃথিবীর শক্তি একত্র কর—সাধ্য থাকে আমার পথ রোধ কর। আজ প্রভু আমায় ডেকেছেন, আমার চির ২৩৬