পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় --সনাতন নীলাচলে ভগবান তাহার মনের ভাব বুঝিয়া তাহাকে তিরস্কার করিতে আসিয়াছেন ; তাই প্ৰভু এক আসিয়াছেন, উভয়ে চরণবন্দন৷ করিলেন ; প্রভূ যখন আলিঙ্গনোদ্যত হইলেন, তখন সনাতন পিছাইয়া গেলেন। প্রভু ডাকিলেন, “সনাতন, নিকটে এস।” সনা । ক্ষমা করবেন প্রভু, নিকটে আর যাব না ; আমার অঙ্গের ক্লেদ, আপনার অঙ্গে লেগে যায়, ইহা অামি সহ্য করিতে পারি না । - প্রভু; সনাতনকে ধরিবার জন্য যত অগ্রসর হইতে লাগিলেন, সনাতন তত পিছাইতে লাগিলেন। প্রভু বলিলেন, “সনাতন, আমি সন্নাসী, বিষ্ঠা চন্দনে আমার সমজ্ঞান হওয়া উচিত ।” সনা । আমি ত সন্ন্যাসী নই প্রভু, সুতরাং সমজ্ঞান আমাতে সম্ভব নয়। আমি কেমন করে সহ করব, তুমি এই দুৰ্গন্ধময় ক্লেদ শ্ৰীঅঙ্গে মাখবে। যার চরণে লোকে তুলসী চন্দন দেয়, তার অঙ্গে আমি ক্লেদ দেব ? আমি পারব না প্রভু, ক্ষমা কর । প্রভু। তোমার অঙ্গে দুৰ্গন্ধ কোথা ? আমি ত চন্দনের গন্ধ পাই । - বস্তুতই সনাতনের অঙ্গে চন্দন গন্ধ ; সনাতন ছাড়া সকলেই সেটা উপলব্ধি করিয়াছেন। যে দিন প্রভু, তাহাকে প্রথম আলিঙ্গন পাশে বদ্ধ করেন ; সেই দিন হইতেই সনাতনের অঙ্গে চন্দন গন্ধ । ২৫১ טאל