পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী সনাতন উত্তর করিলেন, “যার অঙ্গে পদ্ম গন্ধ তিনি ছৰ্গন্ধ কোথাও পান ন৷ ” . . প্রভূ পরাস্ত হইলেন । কছিলেন “তুমি জান সনাতন, ভক্তের অঙ্গ আমার নিকট কত প্রিয় ।” সনাতন । জগতে আমার একটীও ভক্ত নেই, আমি কেমন করে তা জানব প্রভু ? প্রভৃ তখন উপায়ান্তর না দেখিয়া ছুটিয়া গিয়া সনাতনকে ধরিলেন এবং তাহাকে বক্ষের উপর অতি প্রতিভরে টানিয়া লইয়া চাপিয়া ধরিলেন । প্রভুর সোনার অঙ্গ ক্লেদে ভরিয়া গেল । সনাতন মৰ্ম্মাহত হইলেন । তারপরে প্রভু ছুইজনকে দুই হাভে ধরিয়া আনিয়া পিড়ায় বসিলেন এবং অতি গম্ভীরকণ্ঠে সনাতনকে জিজ্ঞাসা করিলেন, “আত্মঘাতীকে তুমি ভক্ত বলে মনে কর কি সনাতন ?” সনাতন চমকিয়া উঠিলেন ; বলিলেন “এ সব কথা কেন প্রভূ ?” প্রভূ । বল সনাতন, যে আত্মহত্যায় কৃতসঙ্কল্প, সে কি কৃষ্ণের নিকট অপরাধী নয় ? : সন | প্রভু, প্রভূ— প্রভু। শ্রীকৃষ্ণে বিশ্বাস না হারালে কেহ আত্মহত্যায় প্রবৃত্ত হ’তে পারে না ; সে শুধু নিজের সুখ দুঃখ অন্বেষণ করে—জগতের কল্যাণ, কৃষ্ণের করুণা এ সব কথা স্মরণেই আনে না। শুন -ર છે રે