পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়—সন্মিলন ও বিদায় ডাকিলেন, “ফিরে এস প্রেমদাস, আর আমি বিদ্যার কথা বলব না—আমি মুর্থ-তোমার চেয়ে মূখ--আমায় ফেলে ঘেও না ।” বালক ফিরিল না, সত্বর অন্তরালে অদৃশ্য হইল । পঞ্চম অধ্যায় সন্মিলন ও বিদায়। রঘুনাথ আঠারো দিনের পথ বারো দিনে অতিক্রম করিয়া নীলাচলে আদিলেন । এই বারে দিনের মধ্যে তিন দিন তাহার আহার জুটিয়াছিল। যখন নীলাচলে প্রভূর সম্মুখে দণ্ডবং হুইয়। পড়িলেন, তখন তাহার দেহ অস্থিচৰ্ম্ম সার। প্রভু রঘুনাথকে উঠাইয়া আলিঙ্গন দান করিলেন ; রঘুনাথের অঙ্গ জুড়াইয় গেল— তাহার সকল কষ্ট্রের অবসান হইল । রঘুনাথ সমুদ্র স্বানে চলিয়াছেন ; কিন্তু হরিদাসের পদ বদনা না করিয়া যাইতে পারেন না। র্তাহার আশ্রমে আসিয়া দেখিলেন, হরিদাস এক অপরিচিত ব্যক্তির সহিত বাক্যালাপ করিতেছেন । 3 (td.