পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী । কম নয়। সকলে সচল জগন্নাথকে দেখিতে আসিয়াছেন, আচলকে দেখিতে বড় কেহ ব্যাকুল নহেন । অচলের রথযাত্রা উপলক্ষ্য মাত্র । প্রথম যাত্রার দিন প্রভাতে ভূত্য রঘুয়া আসিয়া হরিদাসকে কহিল, “প্রভু আপনাদের ডাকছেন, তিনি রথের আগে দাড়িয়ে আছেন ।” হরিদাস ও সনাতন ছুটিয়া চলিলেন । মন্দিরের সন্নিকটে জাসিয়া দেখিলেন, বিষম জনতা । প্রভু রথীগ্রে সপার্ষদ দণ্ডায়মান । হরিদাস ও সনাতন নিজেদের অস্পৃশ্য মনে করিতেন, লোকের ংস্পর্শে আসিতে সঙ্কুচিত হইতেন । কিন্তু আজ প্রভুর অজ্ঞায় আসিতে হইল। উভয়ে প্রভুর চরণবন্দনা করিলেন, প্রভু সৰ্ব্বজনসমক্ষে তাহদের গাঢ় আলিঙ্গন করিয়া কহিলেন, “তোমরা জগন্নাথ দেবকে দর্শন কর, মন্দিরে গিয়া দর্শনের সুযোগ তোমাদের ঘটে নাই । রথে জগন্নাথ দৰ্শন করিলে জ্ঞার জন্ম হয় না । দেখিয়া জন্ম সার্থক কর।” উভয়ে প্রভুকেই দর্শন করিতে লাগিলেন, স্কেন কত কাল, কত যুগ তাহাকে দেখেন নাই। প্রভৃ কহিলেন, “জগন্নাথ দেবকে দর্শন কর।” ২ সনাতন উত্তর করিলেন “এই ত দেখিতেছি প্রভু ; জগন্নাথ । আমার সম্মুখে—” । - - প্রভু পিছন ফিরিলেন। えや26