পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী বিদায়ের পূৰ্ব্বে সনাতন, হরিদাসকে বলিতেছিলেন, “তুমি সত্বর দেহ রাখিবে বুঝিলাম ; তোমার সঙ্গে এই শেষ দেখা ।” হরি । এই দেহ নিয়ে তোমার সঙ্গে এই শেষ সাক্ষাৎ, কিন্তু বৃন্দাবনে তুমি আমার দর্শন পাবে। সনা । প্রভু আমাকে বৃন্দাবনে পাঠাচ্ছেন বটে, কিন্তু আমি এক সে জঙ্গলে গিয়ে কি করব ? হরি। তুমি সেখানে এক পড়বে না, তোমাকে সাহায্য করতে আর ও অনেকে যাবেন । প্রভু অস্ত্রে শাণ দিচ্ছেন । সন। অস্ত্র ? আর কই ? হরি । রূপকে পেয়েছ, ক্রমে আরও পাবে ; এই রঘুনাথই একদিন যাবেন । 4. বলিতে বলিতে রঘুনাথ সমুপস্থিত হইলেন। তিনি উভয়ের চরণ বন্দনা করিয়া জিজ্ঞাসা করিলেন, “আমি কোথায় যাব হরিদাস ঠাকুর ?” হরি। এই শ্ৰীবৃন্দাবনে । রঘু। প্রভু বলেছেন, আমি তারই কাছে থাকব । হুরি। ಇTಶಠಃ বটে । রঘু। তা’র পর ? হরি। তা’র পর সনাতনের কাছে থাকবে । রঘুয়া আসিয়া সংবাদ দিল প্রভূ আদিতেছেন। হরিদাস ९e२