পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়— সনাতন বৃন্দাবনে ব্ৰজবাসী কহিলেন, “অরি দেখ বাব, রন্ধন ও শয়ন তোমার দেশে থেকেও চলত বলে মনে হয় ।” রোরুদ্যমান সনাতন জিজ্ঞাসা করিলেন, “আমায় কি করতে হবে উপদেশ দিন ।” ব্ৰজবাসী সাইতে যাইতে বলিলেন, “আমি উপদেশের কি জানি বাবা ?” ** সনাতন সহসী চীৎকার করিয়া উঠিলেন, “আমি তোমায় চিনেছি মহাপুরুষ, তুমি সেই দেবতা মাধবেন্দ্রপুরী । দাড়াও, দাড়াও, আমায় উপদেশ দিয়ে যাও—” “জপ করিতে করিতে নিজেই সব জানিতে পরিবে— উপদেশের প্রয়োজন হইবে না।” ব্ৰজবাসী সত্বর বনান্তরালে অদৃশ্য হইলেন । সনাতন সজল নয়নে ফিরিয়া আসিয়া প্রস্তু ত অন্ন যমুনার জলে ঢালিয়া দিলেন। তারপর আহারের জষ্ঠ মধুকরী আরম্ভ করিলেন ; ভিক্ষার্থে একদিনে দুই গৃহস্থের বাড়ী যাইতেন না। যাহা জুটিত, তাহতেই তৃপ্ত। তরুতল ছাড়িয় যমুনার তীরে একখানি ক্ষুদ্র কুটার বাধিলেন। মৃন্ময় জলপাত্র ও রন্ধন পাত্র প্রভৃতি সংগ্ৰহ করিলেন । এবং দিব|রীত্রের মধ্যে চারিদগু মাত্র আহার ও নিদ্রায় অতিবাহিত করিয়া অবশিষ্টাংশ জপ ও গানে অতিবাহিত করিতে ২৭১