পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়—সনাতন বৃন্দাবনে মিস্ত—আমাকে অপরাধী কারবেন না।” ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন “আপনি কি সনাতন গোসাই ?” সনাতন করঘোড়ে কহিলেন, “আমাকে আপনার দাস বলিয়া জানিবেন ; আমার দ্বারা কি হইতে পারে আজ্ঞা করুন ।” ব্রাহ্মণ। বলিতেছি ; আগে আমার পরিচয় গ্রহণ করুন । আমার নাম জীবন, বাস বৰ্দ্ধমানের নিকট মানকরে। হামি দরিদ্র ব্লাহ্মণ, আমার কিছু ভূসম্পত্তি ছিল, চরিত্রদোষে তাহা নষ্ট করিয়াছি । স্ত্রীর গঞ্জনা সহ্য করিতে না পারিয়া আমি কাশীধামে আসি এবং অর্থ কামনায় বিশ্বেশ্বরের আরাধনা করি । বিশ্বনাথ প্রসন্ন হইয়া স্বপ্নে আদেশ করিয়াছেন যে, আপনার নিকট আসিলে অর্থ পাইব । তাই অর্থ প্রাপ্তির আশায় আপনার চরণতলে উপস্থিত হইয়াছি । সনাতন। আমি অর্থ কোথা পাইব, আমি ভিক্ষাজীবী এক কপর্দকের ও সম্বল আমার নাই । ব্রাহ্মণ । আপনি আমাকে প্রতারণা করিবেন না । সনাতন। প্রতারণা ত করিনি ব্রাহ্মণ ! আমার কুটীরে চল, তথায় আমার যা কিছু আছে তুমি সচ্ছন্দে নিয়ে যেতে পার । ব্রাহ্মণ তখন মাথায় হাত দিয়া কাদিয়া পড়িল । বলিল— 있%) >b"