পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী ঠাকুর যে কখন পাইয়াছেন, এরূপ কোন চিহ্ন সনাতন দেখিলেন না । চৌবে নন্দনের যখন স্নান করে ঠাকুরকেও সেই সঙ্গে স্নান করান হয় । এই প্রকার অনেক অনাচার দেখিয়া সনাতন অত্যন্ত ক্লেশানুভব করিলেন । চৌবে-গৃহিণীকে কছিলেন, “মা, ঠাকুরের তেমন যত্ন হয় না ।” চৌ-গৃ। কি করব বাবা, আমার যতটুকু সাধ্য আমি ততটুকু করি । সনা । ঠাকুরকে অনাচারে রাখ কেন ? চেী-গৃ । আচার করতে গেলে বেলা হয়ে যায় ; এক মানুষ, আমাকে সব দিক দেখতে হয় ত । সনা । ছেলেদের উচ্ছিষ্ট ঠাকুরকে খাওয়ায় নাকি ? চৌ-গৃ। উচ্ছিষ্ট ঠিক খেতে দিই নে ; তবে সব ছেলে একত্র বসে থায় । সনা । মদনমোহনকে আগে দিলেই ত পার। চৌ-গৃ। না বাবা, তা’ হয় না ; মনমোহনিঞা ছেলেদের ফেলে থাবে না, ছেলেরাও তা’কে ফেলে খাবে না । ছেলের কি কেউ কথা শোনে! মোহনিঞাকে যদি আগে দি, ছেলেরাই হয়ত কেড়ে খেয়ে নেবে। বাবা, আমার জালা কি কম ! সনা । আচ্ছা মা, মোহনিঞার পূজা কর না কেন ? চৌ-গৃ। কা’র পূজা করব ? মোহনিঞার ? সে কি গো, oግቖ