পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী কত আনন্দে খেতাম, এ দু’দিন ছেলেরাও কেঁদেছে, আমিও কেঁদেছি।’ তাই মা, আমি তোমায় বলতে এলাম, আর আচারের প্রয়োজন নেই ; তুমি যেমন রেখেছিলে তেমনি রাখ। চৌ-গৃ। আমি আজ হ’তে আবার তেমনি রেখেছি বাবা ! সে দিন তোমার কথা শুনে দু’একদিন একটু আচার করেছিলাম ; করে দেখি, সকলেরই বড় কষ্ট। তাই আজ সকলকেই একসঙ্গে খেতে দিয়েছি। পাছে তা দেখে তুমি রাগ কর, তাই দ্বার বন্ধ ক’রে ছেলেদের খাওয়াচ্ছি। আর লুকাবার কিছু নেই বাবা, তুমি এখন ভিতরে এস । ভিতরে আসিয়া সনাতন দেখিলেন— “চৌবের বালক সহ মদনমোহন, একত্র বসিয়া অন্ন করেন ভোজন।" প্রেমেতে সনাতন মূৰ্ছিত হইয়া পড়িলেন। মোহনিঞার অধরে মৃদু মধুর হাসি, দৃষ্টি অপাঙ্গ—যেন আড় নয়মে সনাতনকে দেখিতেছেন। সনাতনের আঁখি-জলে বসুন্ধর প্লাবিত হইল । সনাতন প্রকৃতিস্থ হইয়া চৌবে-গৃহিণীকে যুক্তকরে কহিলেন, “মা, যদি দয়া করে মোহনিঞার প্রসাদান্ন আমায় কিছু দেও, তবে আমি কৃতার্থ হই ।” গৃহিণী প্রসাদ দিলেন। সনাতন, প্রসাদ মস্তকে ধারণ করিয়া ভাবাবেশে নৃত্য করিতে লাগিলেন। নয়ন হইতে ঝর २b^>