পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায়—মনমোহনিয়া কেবল বুলি—ওগো তোমার পায়ে পড়ি, আমার দাদাকে নিয়ে ঘেও না । সনাতন মহা ফাপরে পড়িলেন ; বিগ্রহ ছাড়িয়া সরিয়া দাড়াইলেন। দেখিলেন, সকলেই কাদিতেছে ; গৃহিণীর প্রাণ যেন ছিঁড়িয়া যাইতেছে ; জ্যেষ্ঠ বালকের নয়নে আগুন ও জল ; কনিষ্ঠ ধূলায় পড়িয়া উচ্চকণ্ঠে কাদিতেছে। সনাতন এক দীর্ঘ নিশ্বাস ফেলিয়া বলিলেন, “মোহনিঞাত তোমাদের–আমার নয়, আমি চলিলাম।” সনাতন প্রস্থান করিলেন। পথে যাইতে যাইতে ভাবিলেন, “আহা কি ব্যাকুলতা ! একে কি প্রেম বলে ? আমার কেন এমন হয় না ? কি করলে কৃষ্ণ, তোমাতে আমার প্রেম হয় ? মদনমোহন, কবে তোমায় পাব ?” নিশিতে পুনরায় স্বপ্ন দেখিয়া সনাতন পরদিন প্রভাতে মদনমোহনকে আশ্রমে লইয়া আসিলেন । চৌবে-নন্দনেরা সে সময় গৃহে ছিল না, তাই তিনি আনিতে পারিয়াছিলেন। ত্রিভুবনের নিধিকে ক্রোড়ে করিয়া চোরের ন্যায় সনাতন ছুটিয়া পলাইলেন এবং আশ্রমে বসাইয়া চোখের জলে পদধৌত করিয়া দিলেন ; তুলসীর পরিবর্তে শির তাহার চরণে দিলেন ; ফুলের পরিবর্তে হৃদয়পদ্ম দিলেন। সে মদনমোহন আজও আছেন, কিন্তু তাহার সে সনাতন নাই। - - - - -- &br8