পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐসনাতন গোস্বামী

  • করিলেন। তখন গোস্বামী রঘুনাথ দাস আসিয়া কহিলেন,

“হ্যা গা, তোমরা আমার কৃষ্ণকে এই পথে যেতে দেখেছ ?” রঘুনাথ অন্ধ, কৃষ্ণের জন্য কাদিয়া কাদিয়া তাহার চক্ষু গিয়াছে। তিনি বনে জঙ্গলে গাছের তলায় সকল স্থানে কৃষ্ণকে খুজিয়া বেড়ান। দেখা পান কি না কেহ জানে না, কিন্তু অন্বেষণের বিরাম নাই । দিবারাত্রির মধ্যে চরিদও মাত্র আহার নিদ্রায় অতিবাহিত করিয়া বাকী সময় শ্রীকৃষ্ণের অন্বেষণে বৃন্দাবনমন্ত্র ক্ষু বেড়ান । সনাতন কছিলেন, “রঘুনাথ, তোমার কৃষ্ণ ক্ষণপূৰ্ব্বে এইখানে ছিলেন।” রঘুনাথ। কই, কই আমার কৃষ্ণ কই ? আমি যে তার দেখা পাচ্ছি না ! সনাতন। তুমি কি তার দেখা পাওনি গোসাই? রঘুনাথ। তিনি আমার সঙ্গে লুকোচুরি খেলে বেড়াচ্ছেন। সনাতন। কত ভাগ্যবান তুমি রঘুনাথ ! ত্রিলোকের ধন তোমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন ! এমন সময় দূরে সঙ্গীতধ্বনি শ্রত হইল। যিনি গাইতেছিলেন, তিনি ক্রমেই নিকটবৰ্ত্তী হইলেন। সনাতন তাহাকে দর্শনমাত্রেই চিনিলেন। কলেবর ভিন্ন হইলেও জ্ঞানদৃষ্টিতে সনাতন বুঝিলেন, এই নব কলেবরধারী আর কেহু নহেন—তিনি সেই ミレrs (אל א'