পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী গোপীনাথ বলিলেন, “দেখ কেশব, এই ব্যক্তি ভবিষ্যতে উজির হ’বে । তোমরা এর বিরুদ্ধাচরণ করে না ; যা’র প্রতিভা আছে, তাকে উঠতে দাও ; না দেও, তুমিই মরবে। অমরকে দেখলে সত্যই আমার আনন্দ হয়।” কেশব । আপনি থাকৃতে এই যুবক উজির হবে ? গোপীনাথ। না, তা হবে না ; কিন্তু আমি আর ক” দিন ? বৃদ্ধ হয়েছি, বড় জোর আর দু’চার বছর আছি । - পরদিন প্রভাতে হোসেন সা যখন সভাতে সপার্ষদ উপবিষ্ট, তখন গোপীনাথ জিজ্ঞাসা করিলেন, “কাল নাকি জাহাপনার বিপদ গেছে ?” সুলতান। শিকারের কথা বলছ ? সে আর বিপদ কি ? তাদের মারতে গেছি, তারা ত আর আমাদের আদর করবে না । একটা আহাম্মক ভুইয়া বলিয়া উঠিল, “সদার অমরনাথ পাশে না থাকলে সের জাহাপনাকে আস্ত রাখত না ।” অমরনাথ সতেজে বলিয়া উঠিলেন, “যা আপনি স্বচক্ষে দেখেন নি গাফর আলি, সে সম্বন্ধে কোন কথা বলবেন না। আপনার দূরে পলায়িত, আমিও সুলতান ছাড়া সেখানে আর কেহ ছিল না।” ভুইয়া । আমি পালাই নি—কাছেই ছিলাম, নিজের চোখে দেখেই বলছি। - অমর। আপনি ভুল দেখেছেন। wo