পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী সুল । তবু উপায়টা কি শুনি ? সাক। দক্ষিণে বিজয়নগর-রাজের সহিত প্রতাপরুদ্রের চিরদিনের বিরোধ। তিনি পুনঃ পুনঃ প্রতাপের হস্তে পরাস্ত হয়ে, প্রতিহিংসা নেবার সুযোগ অন্বেষণ করছেন। আমরা যদি র্তাহাকে অস্ত্রাদি দ্বার সাহায্য করবার একটা প্রতিশ্রুতি দি, তা’হ’লে তিনি দক্ষিণে এখনি একটা গোলমাল বাধাতে পারেন । স্কুল। উত্তম পরামর্শ, বা বাঃ ! তোমার মত জ্ঞানী ও রাজনীতিজ্ঞ এ সভায় কেহ নাই ; সাকের মল্লিক ! আমি তোমাকে উজির পদ দিলাম ; আর এই যুদ্ধ-আয়োজনের সমস্ত ভার তোমার উপর রহিল ; দক্ষিণে যুদ্ধ বাধাইতে তুমি আগে যাইবে, পরে ফিরিয়া গড় মান্দারণে আমার সহিত মিলিত হইবে ; তখন আমরা একত্রে উড়িষ্যা প্রবেশ করিব । বৃদ্ধ গোপীনাথ আমায় বলিয়া গিয়াছিলেন, তোমা হইতেই আমার রাজ্যের শ্রীবৃদ্ধি হইবে ; তাহার কথা মিথ্যা হইবার নয়। সভাভঙ্গ হইলে উজির সাকর মল্লিক তাহার প্রাসাদে ফিরিলেন । র্তাহার বদন প্রফুল্ল নয়, কেমন একটু চিন্তান্বিত । অশ্বারোহণে একাকী ধীরে ধীরে চলিয়াছেন। প্রাসাদ, একটু দুরে। রামকেলির উত্তরে সনাতন-খনিত সনাতন-সরোবর ; এই সাগরের পশ্চিমে র্তাহার অট্টালিকা। রামকেলি-গ্রামে AAෂ