পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী সুযোগ পাইলে পলাইয়া হরিদাসের নিকট আসিতেন এবং উহার সুরে সুর মিলাইয়া গান করিতেন। যতই তিনি গাইতেন, ততই তাহার হৃদয় নাচিয়া উঠিত, প্রাণের ভিতর এক অনিৰ্ব্বচনীয় সুধা বর্ষিত হইত। পাঠে বা গৃহে তাহার মন থাকিত না—মন থাকিত হরিদাসের কাছে, সেই মধুময় হরিনামে। প্রাণে আকাঙ্ক্ষা জাগিল, শুধু হরিনাম গান । একদা অপরাহ্লে হরিদাস গাইতেছেন— হরি হরি হরি হার হরি হরি হরি হে— বালক রঘুনাথ গাইতেছেন— হরি হরি হরি হরি হরি হরি হরি হে । হরিদাস গাইলেন— কৃষ্ণ কেশব হরি মাধব রাম রাঘব ত্ৰাহি মাং— বালক অমনি গাইলেন— কৃষ্ণ কেশব হরি মাধব রাম রাঘব জাহি মাং । হরিদাস– হরি আমার দয়াল হে— বালক— হরি আমার দয়াল হে । হরিদাস— হরি আমার প্রেমময় হে— 8文