পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

繼 § শ্ৰীসনাতন গোস্বামী তিনি জানেন না। প্রাণের ভিতর কি একটা প্রবেশ করিয়া র্তাহার হৃদয় ও নয়নে উচ্ছ্বাস তুলিয়াছিল ; এ উচ্ছাসকে শাস্ত করিবার তাহার শক্তি ছিল না। রঘুনাথ ভাবিতেছিলেন, এ আনন্দ, এ পুলক, মাতা-পিতার ক্রোড়ে বসিয়া বা কোন অবস্থাতেই তিনি ত কখন অনুভব করেন নাই। হরিকে ডাক্লে কেন এমন হয় ? হরি কে হরিদাস ? হরিদাস । তিনি আমাদের প্রাণের প্রাণ, তিনি আমাদের সকলের চেয়ে আত্মীয় । রঘুনাথ। তবে তার দেখা পাই না কেন ? হরি । অন্তরের সঙ্গে ডাক্লেই তার দেখা পাওয়া যায়। তিনি যে দেখা দেবার জন্তে ব্যস্ত হয়ে আমাদের আশে পাশে ঘুরে বেড়াচ্ছেন। রঘু। এস না তবে হরিদাস, আমরা তাকে ডাকি—তাকে দেখতে আমার যে বড় ইচ্ছে হচ্ছে । হরি। ডাক বালক ; তোমার ডাকে তিনি নিশ্চয় আiসবেন । - উভয়ে ডাকিতে লাগিলেন— হরি আমার এস হে— হৃদি-সিংহাসন রেখেছি পাতিয়ে তুমি আসিবে বলে হে—