পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়—হরিদাস সপ্তগ্রামে আমার কৃষ্ণ আসিবে ব’লে হে— অামার রাজার রাজা আসিবে ব'লে হে— আমার জীবন ধন আদিবে ব'লে হে— আমি হৃদয় ধুয়েছি নয়নেরি জলে তুমি আসিবে ব’লে হে— ওগো বেদী সাজায়েছি ফুলদল দিয়ে তুমি বসিবে বলে হে— অীমার মদনমোহন বসিবে ব'লে হে— আমার স্যামস্বনার বসিবে ব'লে হে— আমার হৃদয়নাথ বসিবে ব'লে হে। উভয়ে কাদিয়া আকুল—পরস্পর আলিঙ্গনবদ্ধ। প্রৌঢ় হরিদাস বালক রঘুনাথের বাহুপাশে বদ্ধ। উভয়ের হৃদয় বেগ যখন একটু শান্ত হইল, তখন আবীর উভয়ে ডাকিতে লাগিলেন। বঁাশী করে ল’য়ে কৃষ্ণ আমার এস হে— ভুবন মাতান রূপ ল’য়ে কৃষ্ণ আমার এস হে— বনমালা গলায় পরে কৃষ্ণ আমার এস হে— হ্যাম হ্যাম শুামরূপ ল'য়ে একবার এস হে— আমার প্রভু, আমার পিতা, আমার রাজ এস হে— চরণে চরণ দিয়ে কৃষ্ণ হৃদয়ে এস হে-- প্রাণনাথ আমার হৃদয় মাঝে এস এস হে— আমার প্রিয়, আমার সুন্দর— উভয়ের কণ্ঠ রুদ্ধ হইল, আৰু ডাকিতে পারিলেন না-কাদিয়া - 8 & -