পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় –হরিদাস সপ্তগ্রামে ৩য় । আহা, অত বড় বংশের একটি ছেলে, তা’র মাথা খাচ্ছে দেখ । - ২য়। . তুই নিজে ক্ষেপেছিস, বেশ করেছিস ; কা’রও কিছু বলবার নেই ; কিন্তু এই ভদ্রলোকের ছেলেটাকে বেগড়াও কেন ? ১ম। সত্যি কথাই ত ; তখনই বলেছিলাম, আচাৰ্য্য ঠাকুর, যবনকে বাড়ীতে ঠাই দিও না । তা’ গরীবের কথা কেউ কি শোনে । - ২য় । আমিই কি কম বলেছিলাম ? কত বললুম, ওগো মুসলমান যখন হরিনাম জপ করছে, তখন ভিতরে একটা কিছু মতলব আছে ; ও নিশ্চয় বাদসার গোয়েন্দা, আমাদের সব মুসলমান করতে এসেছে। ৩য়। য়্যা, আমাদের সব মুসলমান করবে ! আজি সন্ধ্যা হয়ে এসেছে। কাল সকালেই আমি ভূইয়াকে খবর দেব। দেখি বেট মুসলমানের কি দুর্দশা হয় । সংবাদ দিতে আর যেতে হল না—ব্রুদ্ধ হিরণ্য ও শাস্ত আচাৰ্য্য তথায় আসিয়া উপস্থিত হইলেন । যে তিনটি জ্ঞানী ব্যক্তি হরিদাসের প্রতি তৰ্জ্জন গর্জন করিতেছিলেন, তাহারা সচকিতে ও সসন্ত্রমে দেশের রাজাকে পথ দিলেন, এবং সমস্বরে বলিয়া উঠিলেন, “আমরা আপনার কাছেই যাচ্ছিলাম ; একবার কাগুটা দেখুন।” । তখনও হরিদাস ও রঘুনাথ নৃত্য করিতেছিলেন আর ডাকিতে 8१