পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী অনুচর লইয়া ছদ্মবেশে অবস্থান করিতেছিলেন। অমর চুপি চুপি বলিলেন, “সৰু, তুমি একখানা নৌকা নিয়ে হরিদাসের অনুসরণ কর । তিনি প্রাণত্যাগ করেন নাই, জীবিত আছেন বলিয়া আমার বিশ্বাস । সঙ্গে কয়েকজন লোক লও—তাহাকে এখানে আর এনে না—তাহার ইচ্ছামত সমস্ত ব্যবস্থা করে দিয়ে আসবে—শীঘ্ৰ যাও।” সন্তোষ দ্রুতপদে প্রস্থান করিলেন। যখন হরিদাসের দেহ ও সন্তোযের নৌকা অমরের নয়নান্তরাল হইল, তখন তিনি অনুপের পানে ফিরিয়া বলিলেন, “আজকের ব্যাপার দেখে কি বুঝলে অনু ?” । অনুপ। মুসলমান অবিচারী ও অত্যাচারী। অমর। ভুল বুঝেছ ; মুসলমান ঠিক বিচার করেছে। অনুপ। তবে ? অমর। আমরাই মুখ, তাই স্বার্থান্বেষণে আমরা ওদের সাহায্য করি। আজকের ব্যাপার দেখে আমি এই শিক্ষা পেলাম যে, হিন্দু ও হিন্দুধৰ্ম্মকে হিন্দু রক্ষা করবে—হিন্দু ভিন্ন তাদের অন্য আশ্রয় নেই। অকুপ । সেটা ঠিক কথা । অমর। সুলতান বিচার করেছেন, তার স্বধৰ্ম্মীর মুখ তাকিয়ে, আমিও বিচার করব আমার স্বধৰ্ম্মীর মুখ তাকিয়ে । আমি কাজির প্রতি নিৰ্ব্বাসন দণ্ড দিলাম ; তুমি সাত দিনের মধ্যে 鋭い”