পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী আমি মন্দির ভেঙ্গেছি, দেবদেবীর মুৰ্ত্তি চূর্ণ করেছি, হিন্দুর জাতি মেরেছি— - সন্তোষ । বেশ করেছ—আরও কর । অমর | কি বলছ সমু ? সন্তোষ । ঘোর দুবৃত্ত না হলে ত তার দয়া পাওয়া বাবে না। যখন পপকার্য্যে তুমি প্রতিদ্বন্দ্বিহীন হবে, তখন তাহার করুণ। তোমাকে উদ্ধার করতে আসবে। - অমর। এ সব অশাস্ত্রীয় কথা বলে ন সন্তোষ । সন্তোষ । দাদা, তোমারই কাছে শাস্ত্র শিথিয়াছি ; তোমারই কথায় বুঝিয়াছি, পুতনা রাক্ষসী, কৃষ্ণকে বিষদানে মারিতে আসিয়া কৃষ্ণের কৃপায় স্বর্গে গেল ; কেন না, সে স্তন্তদান করিয়া মুহূর্তের জন্ত কৃষ্ণের সহিত সম্বন্ধ পাতাইয়াছিল। আবার হরিদ্বেষী হিরণ্যকশিপু, হরিকে সৰ্ব্বব্যাপী বিশ্বাস করিয়া হরিকে মারিতে স্তম্ভ বিদীর্ণ করিল ; পরে হরির অঙ্কে গুইয়া হরিকে দেখিতে দেখিতে প্রাণত্যাগ করিল। আর কি চাই দাদা ? জীবনের যা’ কিছু কাম্য সে তা’ পাইল ; অবশেষে অক্ষয় স্বর্গের অধিকারী হইল। তাই বলি দাদা, হরির সঙ্গে একটা সম্বন্ধ পাতাইয়া লও, তা’ শত্রু বা মিত্ররূপে—যে ভাবেই হউক । - অমর। তুমি কি আমাকে হিরণ্যকশিপুর মত হতে বল ? সন্তোষ। সে যে আমাদের চেয়ে অনেক ভাল ছিল দাদ ! 8 مينا