পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়—হরিদাসের কান্না হরি। আমার মন প্রভুর কারণ বড় উদ্বিগ্ন হয়েছে—নৌকাপথে অনেক বিলম্ব হ’তে পারে। নর । আকাশ পথে ত আরও দ্রুত যাওয়! যেতে পারত । হরি। আমার যে সে ক্ষমতা নেই ঠাকুর । নর। সে কি ! তোমার দ্যায় ভক্তের আবার কিসের অভাব ? অঃসিদ্ধি যে দাসীর দ্যায় তোমার পশ্চাৎ পশ্চাৎ ফিরছে। হরি। অমন করে বলে আমায় অপরাধী করবেন না ঠাকুর । নর । আচ্ছা পরীক্ষা কর, তুমি বল দেখি, “মা গঙ্গা সরে গিয়ে আমায় একটু পথ দেও’ । দেখবে সুরধুনী এখনি তোমায় পথ দেবেন । হরি। ছিছি, অমন কথা আমি বলতে পারব না ; আমার আবার ইচ্ছা কি ? প্রভুর ইচ্ছাই আমার ইচ্ছা । নর। এই জন্যই ত হরিদাস তোমার তুলনা নেই। যা হো’ক তোমাকে আর নবদ্বীপে যেতে হবে না, আমি তোমাকে প্রভুর সংবাদ দিচ্ছি। - হরি। তার সংবাদ কি ? নর। শুভ ; মধ্য রাত্রিতে অর্থাৎ দুই প্রহর পূর্বে তার চরণ ছেড়ে এসেছি । হরি। তবে আজ নবদ্বীপ নিরানন্দ কেন ? ዓ »