ক্রোল-তমালি গ্রহণ করতে অস্বীকার করে, সে সমাজের মন্ত নেই—সে সমাজের আর পবিত্রতার জ্ঞানই নেই। তুমি বলবে, যারা ৪ বলেছেন যে, এত কালের মধ্যে এমন অবস্থায় অত্যাচারও স্থা স্ত্রীলোককে র্তাহারা সমাজে স্থান দেয় নাই। তারা পূজনীয় ; তাদের আমি অসম্মান করছি নে। কিন্তু তারা কি কাজটা ভাল কণ্ঠেন ? এই শ্রেণীর অসহায়, নিরপরাধী সতী রমণীর চক্ষের ফলেই আমাদের সমাজের এই দুর্দশ হয়েছে ; তাদের অভিসম্পা তই আমাদের হিন্দুসমাজের এমন অধঃপতন হয়েছে। তুমি সেচ পম সংশোধনের ভার নিয়েছে বাবা, তোমার সমস্ত বিষয়-সম্পত্তি দি এজন্স যায়, তা হলেও তোমার কোন দুঃখ থাকবে না ; একজন অনর্থ বিধবাকে রক্ষা করতে গিয়ে যদি তুমি চির-দরিদ্রাকে বরণ করে নও, তার বাড়া গৌরব আর নেই। এই ভেবেই আমি তামাক এ কাজে নামিয়েছি । মানদাকে সমাজে চালাতে হবে ; তাল জন্য যদি দলাদলি হয়, হোক। সবাই তোমার পক্ষে আসবে, আশা তুমি করতে পার না, আমি ও করি না । তোমার কাকা-বাবুর মত ভও ধাৰ্ম্মিক দেশে অনেক আছেন ; তারা বাধা দেবেনই । কিন্তু, তুমি তোমাকে অসহায় মনে কোরো না । তোমার মত ধারা শিক্ষা পেয়েছেন, যারা সত্যনি8, যারা কৰ্ত্তব্যপরায়ণ, বাঙ্গাল দেশে তেমন লোকেরও অভাব নেই। র্তারা তোমার সহায় হবেন । মনোহর চাটুৰ্য্যে তোমার সঙ্গে আহার বন্ধ করবেন, কিন্তু মনোহর অপেক্ষাও মনোহর কত মহাত্মা তোমার পক্ষ অবলম্বন করবেন । আমি তোমাকে আশীৰ্ব্বাদ করছি, তুমি জয়-যুক্ত হবে। আর E ৯৭
পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।