ষোল-অমানি পার, কিন্তু আমি তোমাকে আমার মত না জানিয়ে পারছি নে । তুমি হয় ত ব'লে বস্বে 'তুই আবার একটা মানুষ, তোর আবার মত। সে-দিনের ছেলে আবার মুক্লবীগিরি করতে আসে । তুমি পাড়াগায়ে থাক, সহর-বাজারের খবর ত জান না, তাই হয় ত অমন একটা মন্তব্য পাশ করতে পার। কিন্তু, আমরা নিতান্ত coal of ; oft.* Cotoi negligible quantity zo, Atol ত নই। আমাদের দেশের যার নেতা, তার হরদম্ বক্তৃতায়, খবরের কাগজে, প্রবন্ধে বলছেন যে, আমরাই দেশের আশা-ভরসা, আমরাই সব । আমরা, এই কলেজের ছেলেরা, ভোট না দিলে তাদের ‘মেজরিটিই হয় না । সুতরাং এই সামাজিক ব্যাপার সম্বন্ধে তুমি আমার মত নিতে বাপ্য ; বিশেষতঃ, দুই দিন বা দশবৎসর পরে আমিই এই সাত-আনির বিশাল সাম্রাজ্যের মালিক হয়ে পরম-ভট্টারক শ্ৰীল শ্ৰীশ্ৰীশ্ৰীশ্ৰীশ্ৰীযুক্ত হরিহর চট্টোপাধ্যায় জমিদার মহাশয় প্রবল-প্রতাপেযু হয়ে পড়ব । তামাসা থাকু, বাবা যাই বলুন না, সমাজের সেকলে ঘুনে-ধরা বিধানে যাই থাকুক না কেন, আমি তোমার এই কার্য্যে সৰ্ব্বন্ত:করণে অনুমোদন করছি ( ঘন করতালি ) । আমি এ সম্বন্ধে তোমাকে কি সাহায্য করতে পারি, তা তুমি মন খুলে আমাকে লিখবে ; আমি তাই করব । আমি একেবারে তোমার হস্তে আত্মসমর্পণ করছি—যাকে বলে unconditional surrender—ostaň al Kato a cofoal বোঝ না, আর ইংরেজী বুকুনি না দিলে আমাদেরও মনে হয়, কথাটা বুঝি স্পষ্ট হোলো না। এমনই আমাদের শিক্ষা ! সে কথা > ネ8
পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।