পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষোল-আনি

আমি ত এই বুঝি। দশজনকে যদি এই পালনই না করলাম, তা হলে টাকা থেকে কার কি লাভ, কি বল হে ঘটক!”

পীতাম্বর বলিল, “আজ্ঞে তা বই কি। এই ত রাজার মত কথা।”

মনোহর বাবু বলিলেন “সে কথা মরুক গে। এখন কি করা যায় বল ত? এই দেখ সুবর্ণপুর থেকে কালাচাদ মুখুয্যে পত্র লিখেছে। যা লিখেছে, সে ত অতি ভয়ানক কথা। এই নেও চিঠিখানা ত একটু চেঁচিয়ে পড় ত হে অখিল!”

অখিল চিঠি লইয়া একটু উচ্চৈঃস্বরে পড়িল—
“প্রণাম পূর্ব্বক নিবেদনমেতৎ

মহাশয়ের সহিত সাক্ষাৎ পরিচয় না থাকিলেও আপনার নাম ও গুণগ্রামের কথা এত দূরস্থানে থাকিয়াও আমরা অবগত আছি। দেবীপুরের বিখ্যাত জমিদারবংশের যে আপনি অলঙ্কার, এ কথাও এ অঞ্চলের সকলেই জানে। সেই সাহসে নির্ভর করিয়াই আপনাকে আমার সম্বন্ধে কয়েকটী কথা নিবেদন করিতেছি। মহাশয় ধনী, মানী, এতদঞ্চলের ব্রাহ্মণকুলের শিরোমণি, আপনি কথাগুলি বিবেচনা করিয়া যাহা বিহিত ব্যবস্থা করিবেন।

এই সুবর্ণপুরের গোরাচাঁদ মুখোপাধ্যায় মহাশয় আমার সহোদর ভ্রাতা না হইলেও দূরসম্পর্কে আমার ভ্রাতা। আমি বাল্যকাল হইতেই তাঁহাদের বাড়ীতে প্রতিপালিত এবং তাঁহাদেরই পরিবারভুক্ত। আমার সেই দাদামহাশয় মাস-ছয়েক পূর্ব্বে পরলোকগত হইয়াছেন। তিনি জীবিতকালে সংসারের কোন কাজকর্ম্মই

৫৯