পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি জানি না। তখন রাগের বশীভূত হইয়া উপস্থিত সকলেই আমাকে যতদূর লাঞ্ছনা করিতে হয়, তাহা করিলেন এবং এখনও চণ্ডীবাবু কয়েকজন ছেলে ছোকরাকে হাত করিয়া আমার সামাজিক নির্য্যাতন করিতে উদ্যত হইয়াছেন। আমার প্রতি যে অত্যাচার ও অবিচার হইয়াছে এবং হইতেছে, তাহার জন্য আপনাকে এই পত্র লিখিতেছি না, কারণ তাহার সম্বন্ধে আপনি কি করিতে পারেন। আমার কথা এই যে, অমন স্ত্রীলোককে কেমন করিয়া আপনাদের পরিবারের মধ্যে স্থান দিলেন। আপনারা ব্রাহ্মণ-প্রধান, সমাজে ও আপনাদের প্রতিষ্ঠা আছে৷ প্রকাশ্য ভাবে এ প্রকার কার্য্য করিলে কি আপনারা সমাজে স্থান পাইবেন? ইহার জন্য আপনাদিগকে নিশ্চয়ই সামাজিক অবমাননা সহ্য করিতে হইবে। আপনাকে এ বিষয়ে অবগত করান কর্ত্তব্য বিবেচনা করিয়াই সমস্ত বিবরণ জানাইলাম। এক্ষণে আপনার যাহা অভিরুচি হয় করিতে পারেন। অন্যান্য স্থানে আমাদের সমাজের যাঁহারা প্রধান, তাঁহাদিগকেও এ সংবাদ দিলাম; আপনাকেও জানাইলাম । যথা-কর্ত্তব্য করিবেন। নিবেদন ইতি


সেবক-   
শ্রীকালাচাঁদ দেব শর্ম্মণ: মুখোপাধ্যায়”

 পত্রপাঠ শেষ হইলে মনোহরবাবু গম্ভীরভাবে বললেন “শুন্‌লে ত পত্র! সুধু আমাকেই লেখে নাই, আমাদের সমাজের অন্যান্য

৬১