পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোল-তলানি জানেন ? আপনি হলেন এ অঞ্চলের এক প্রকার রাজা । আপনি একটা কথা বললে অস্বীকার করতে পারে, অমত করতে পারে, এমন সাধ্য এ-দিকের কোন লোকের নেই। আপনি যা করবেন, তাই চলে যাবে। কার ঘাড়ে দশটা মাথা আছে যে, আপনার হুকুম অমান্ত করতে পারে।” মনোহর বাবু বলিলেন “ন হে, এখন দিন-সময় ভাল নয়। এখন সামাজিক ব্যাপারে আমার কথাই বে চলবে, ত! আর হচ্চে না। এই পত্রেই শুনলে না, সুবর্ণপুরে এরই মধ্যে দুই দল হয়ে গিয়েছে। এখানেও যে তা না হতে পারে, কে বললে ? তখন মনোহর চাটুয্যের পদ-প্রসার সন্মান কোথায় থাকবে,” অখিল পাল বলিল “তা হলে কৰ্ত্ত কি করবেন।” মনোহর বাবু বলিলেন “একবার সিধুকে ডেকে এনে এই পত্রখান দেখাই । তাতে সে কি বলে শোনা যাক । তার পর উপস্থিতমত যে ব্যবস্থ হয় করা যাবে। তবে মোট কথা বলে রাখছি, ঐ দুষ্ট স্ত্রীলোকটী আর তার মেয়েটকে আমি কিছুতেই দেবীপুরের সীমার মধ্যে থাকতে দেব না । এত অনাচার আমদের বংশে কোন দিন সয় নাই, সইবে ও না, এ কথা তোমাদের স্পষ্ট করে বলে রাখছি। কি বল হে ঘটক ?” ঘটক বলিল “আজ্ঞে তা বই কি। আপনিই হচ্ছেন ধৰ্ম্মের রক্ষক। আপনার মুখেই এ রকম কথা শোভা পায়।” তখনই সিদ্ধেশ্বর বাবুকে সংবাদ দিবার জন্ত লোক প্রেরিত श्ञ । । গু৩