পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোল-তমালি দেড়শো টাকায় বেশ ভাল ডাক্তারই পাওয়া যায়। এই দেড়শো টাকা তোমরা ন-আনি সাত-আনি মিলে দিতে পার না ?” সিদ্ধেশ্বর বলিলেন “দেখ হরিহর, যন্ত্রপাতি কিনবার ঐ তিন হাজার টাকা, আর ডাক্তারেব মাইনে মাসিক দেড়শো টাকা, এ তুমি যদি বল, তা হলে আমিই দিতে পারি। কিন্তু, তা হ’লেই অমনি আগুন জ্বলে উঠবে। কাকা বাৰু অমনি আপত্তি করে বস্বেন ; বলবেন, আমি বড়মানুষী দেখাচ্ছি, আমি তাকে অপমান করছি। বুঝেছ, এ যে ভাগের মা ! এ মাকে গঙ্গায় দিতে পারে এমন ভগীরথ ত জন্মায় নি । এই সব জন্তই ত ভাই, আমি কিছু করতে পারিনে ৷” হরিহর বলিল “দেখ দাদা, তোমার কিন্তু একটা ভারি অন্যায় আমি অনেক দিন থেকে ‘মাৰ্ক’ করে আসছি। কথাটা বলব। এক-এক সময় কথা বলতে-বলতে যখন তোমার মনে হয় যে, তুমি তোমার সাত-আনির সরিকের ছেলের সঙ্গে কথা বল%, তখনই তুমি তুমি বলে কথা বল ; আর যখন সে কথা ভুলে যাও, যখন তোমার মনে হয়, তোমার ছোট ভাইয়ের সঙ্গে কথা বল, তখন ‘তুই’ বল। কেমন, ঠিক না ? তার থেকে একটা নিয়ম করে ফেল এই যে, অতঃপর তুমি আমার সঙ্গে "আপনি বলে কথা বলবে—যেহেতু আমি সাত আনির ভবিষ্যৎ উত্তরাধিকারী। কেমন ?” সিদ্ধেশ্বর হরি হরকে কোলের কাছে টানিয়া লইয়। তাছার পিঠে বালকের মত হাত বুলাইতে বুলাইতে বলিলেন “সত্যি ভাই, তুই

  • >