[ S • সকালে-বিকালে আর কেহ থাকুক আর নাই থাকুক, পীতাম্বর ঘটক, আর অখিল পাল মনোহর বাবুর বৈঠকখানায় হাজির থাকিবেই ;–ঐ হাজিরা দেওয়া এবং মোসাপ্লেবী করাই তাহাদের কার্য্য, অথবা তাহাদের জীবনোপায় ; মনোহর বাবু এই দুই জনকে মাসিক বেতন দিয়া থাকেন। ইহারা ষ্টেটের কোন কাৰ্য্যই করে না, ছোট কৰ্ত্তার সকল কথায় আজ্ঞে ই’ বলাই ইহাদের কাজ । یه Q সে-দিনও অপরাহ্লে যখন সিদ্ধেশ্বর ও হরিহর বৈঠকখানায় গেল, তখন মনোহর বাবু সেখানে বাইয়া বসিয়াছেন এবং এক পার্শ্বে ঐ দুইটী ধূমকেতু বসিয়া আছে। দুই বাবুকে প্রবেশ করিতে দেখিয় তাহারা দুই জনই উঠিয় করযোড়ে নমস্কার করিল— ভবিষ্যতে ইহাদের কাছেও ত চাকরী বজায় রাখিতে হইবে। তাহাদের দেখিয়াই মনোহর বাবু বলিলেন “সিধু, কতক্ষণ এসেছ বাবা ।” সিদ্ধেশ্বর কাকাবাবুকে প্রণাম করিয়া বলিলেন “এই আধঘণ্ট হোলো।” মনোহর বাবু বলিলেন “আধঘণ্টা হোলো এসেছ, আর আমাকে খবর দেও নাই ?” ፃ «
পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।