পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোল-তমালি বাদী। এ অবস্থায় আমরা যা বলছি, তাই যে বিশ্বাসযোগ্য, সে বিষয়ে কি আরও বিবেচনার প্রয়োজন আছে। আরও দেখুন, এই সমস্ত কথা যদি আমরা না শুনতুম, তা হ'লে কি সেই বিধবাকে আমরা বাড়ী নিয়ে আসি । জেনে-শুনে নষ্টচরিত্রা কাউকে কি কেহ কখন বাড়ীতে স্থান দেয়।” মনোহর বাবু গম্ভীর ভাবে বলিলেন “আচ্ছ, ধরে নেওয়া গেল যে, তোমরা যা বল্‌ছ তাই সত্যি, এবং এই কালাচাদ মুখুয্যে যা লিখেছে, তা সমস্তই মিথ্যা, তা হ’লেও ত গোল মেটে না বাবা!” “তা হলে আর কি গোল থাকুল কাকা-বাবু!” “কি গোল, তা শুনবে। তোমরা যা বল্‌ছ, তাই যদি সত্যি হয়, তা হলে সেই রাত্রিতে কালাচাদ যে তার ভ্রাতৃবধূর সতীত্ব নষ্ট । করেছে, এ কথায় ত কোন সন্দেহ নাই। কি বল হে ঘটক ?” পীতাম্বর ঘটক বলিল “সে ত অতি ঠিক কথা ।” সিদ্ধেশ্বর বিনীত ভাবে বলিলেন “আপনার সঙ্গে তর্ক বা আলোচনা করে ধৃষ্টত দেখান আমার উচিত নয়। তবুও, কথাটা যখন উঠল, তখন বলতে হয়, এই প্রকার পাশব অত্যাচারে কি সত্যসত্যই কোন সতী সাধবী রমণীর সতীত্ব নষ্ট হয় ?” “তুমি তা হলে কি বলতে চাও?” “আমি এই নিবেদন করতে চাই যে, এতে কোন রমণীর সতীত্ব নষ্ট হয় না। রমণী অসহায়া, অবলা ; তার এমন সামর্থ্য নেই যে, বল প্রকাশে আত্মরক্ষা করে। তা হ’লে তার কি