পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঔষধ-দ্রব্য সকলের শ্রেণীবিভাগ। ፃ » হয় । * সাধারণ মাস্তিক্ষেয় অবসাদক ঔষধ সকল ;–সচরাচর ইহাদিগকে তিন শ্রেণীতে বিভক্ত করা হয় ; যথা—নিদ্রাকারক (হীপ্ৰনাটক্স, বা সোপরিফিক্স), মাদক (নার্কটিক্স), স্পর্শহীরক (য়্যানীস্থেটিক্স,)। নিদ্রাকারক ঔষধ সকল ।—ইহাদের দ্বারা স্বাভাবিক নিদ্রার অমুরূপ নিদ্রা আনীত হয়। নিদ্রাকালীন মস্তিষ্ক রক্তাল্পতাগ্রস্ত হয়, এবং এরূপ অনুমিত হয় যে, এই রক্তাল্পতাই নিদ্রার কারণ । সম্ভবতঃ কতকগুলি নিদ্রাকারক ঔষধ মস্তিষ্কের রক্তাল্পত উৎপাদিত করিয়া কাৰ্য্য করে { - নিদ্রাকারক ঔযধ সকল—অহিফেন ; মদ্ধ ইন্‌ ; ক্লোর্যাল হাইড্রেট ; বিউটিল, ক্লোর্যাল হাইড্রেটু ; ব্রোমাইড ঘটিত লবণ সকল ; হাইয়োসায়েমাস্ ; গাজা ; প্যারালডিহিড, সাল ফোন্তাল, কোর্যালেমাইড, ইউরেখে ল্যপুলুলু স্বরাবর্ঘ্য ; ল্যাক্ৰ টিউকা । আময়িক প্রয়োগ।—অনিদ্রাগ্রস্ত ব্যক্তির নিদ্র উৎপাদনার্থ ইহার ব্যবহৃত হয় ; কিন্তু অনিদ্র-উৎপাদক কারণ দূরীকরণ ইহার প্রধান চিকিৎসা। মস্তিষ্ক ভিন্ন, দেহের অন্যান্য স্থানের রক্তপ্রণালী সকল প্রসারিত হইলে নিদ্রার উদ্রেক হয় ; যথা,—উষ্ণ স্নান বা যথেষ্ট ভোজনের পর, নিদ্রা আনীত হয়।. নিদ্রাকারক ঔষধ সকলের অনেক স্থলে অপব্যবহার হইতে দেখা যায় । নিয়মিত সেবন করিলে অভ্যস্ত হইয়া পড়ে, এবং এমন কি পরে অধিক মাত্রাতেও নিদ্রা হয় না। নিদ্রাকারক ঔষধ সকলের মধ্যে ক্লোর্যাল, ব্রোমাইড় ঘটিত লবণ সকল ও ক্লোর্যালেমাইড় বিশেষ ফলপ্রদ। মাদক (নার্কটিক্ ) ঔষধ সকল –ইহাদের দ্বারা কেবল যে, নিদ্র উৎপাদিত হয় এমত নহে, অধিক মাত্রায় সেবন করিলে শ্বাস-ক্রিয় ও রক্তসঞ্চালন-ক্রিয়ার অবস্বাদ উপস্থিত করে। ইহাদের মধ্যে অনেকগুলি সাৰ্ব্বাঙ্গিক স্পর্শহীরক শ্রেণীর অন্তভূর্ত ; অপর গুলি, অপেক্ষাকৃত অল্প মাত্রায়, নিদ্রাকারক। মাদক ঔষধ সকল ।—সার্বাঙ্গিক স্পর্শহীরক ঔষধ সকল ; অহিফেন ; ক্লোর্যাল, BBBBS BBBBBS BBBBBS BBBBBBBS BBBBS SBBBS BBS লাল। সকলগুলিই যথেষ্ট মাত্রায় প্রয়োজ্য। .