পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* १8 সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব। আদি রোগে ক্রতাক্ষেপাবস্থায় স্থৈৰ্য্য সম্পাদন, ইত্যাদি উদেশে চৈতন্ত লোপ" করণার্থ ইহার প্রয়োজিত হয় । ছ। যে সকল ঔষধ-দ্রব্য চক্ষুর উপর কার্য্য করে – ১ । যে সকল ঔষধ-দ্রব্য কনীনিকার উপর কার্য্য করে ।— (অ) কনীনিক-প্রসারক ঔষধ সকল (মাইড্রিয়েটিক্স,),— (১) যাহারা তৃতীয় স্নায়ুর অন্তসকলের পক্ষাঘাত উৎপাদন করে,—১, র্যাট্রোপাইন ; ২, হোমাট্রোপাইন ; ৩, ড্যাটু্যরাইন ; ৪, হাইয়োসায়েমাইন ; ৫, জেলসিমাইন ( সম্ভবত: ) ; ৬, মাঙ্গেরাইন ( সম্ভবত: ) । (২) যাহারা সমবেদক ( সিম্পাথেটিক ) স্নাযুর অন্তসকলকে উত্তেজিত করিয়া কাৰ্য্য করে ;–কোকেয়িন। (৩) যাহার। স্নাযুকেন্দ্রে কার্য্য করিয়৷ ক্রিয় দর্শায় ;—চৈতন্ত হারক ঔষধ সকলের ক্রিয়ার শেযবস্থায় । (আ) কনীনিক-সঙ্কোচক ঔষধ সকল (মাইয়োটিক্স )। ( ১ ) যাহার তৃতীয় স্নাযুর অন্ত সকলকে উত্তেজিত করিয়া কাৰ্য্য করে,— ফাইসষ্টিগ মাইন, পাইলোকাপিন, নাইকোটিন ( সম্ভবত: )। - (২) যাহারা স্নাযুকেন্দ্রে কার্য্য করিয়৷ ক্রিয় দর্শায় ;—চৈতন্ত-হীরক ঔষধ সকল (ক্রিয় প্রকাশের প্রথমাবস্থায় ), অহিফেন । 尊 আময়িক প্রয়োগ । কনীনিক-প্রসারক ঔষধ সকল, বিশেষতঃ য়্যাটে পিন ও হোমাটুেপিন, অক্ষিবীক্ষণ যন্ত্র দ্বারা চক্ষু পরীক্ষার নিমিত্ত কনীনিক-প্রসারণ উদ্দেশ্যে, এবং চক্ষু-যবনিকার (আইরিস্) সংযমন নিবারণ বা ছিন্ন করণ উদ্দেশ্যে ব্যবহৃত হয়। য়্যাটে পাইনের ক্রিয়ার প্রতিক্রিয় সাধনার্থ, এবং চক্ষুর বেদনাজনক "পীড়ায় চক্ষুমধ্যে অধিক আলোক প্রবেশ নিবারণার্থ কনীনিক-সঙ্কোচক ঔষধ সকল, বিশেষতঃ ফাইসষ্টিগমিন, ব্যবহৃত হয়। ২ । যে সকল ঔষধ-দ্রব্য সিলিয়ারি পেশীর উপর কার্য্য করে ;–নিম্নলিখিত ঔষধদ্রব্য সকল দ্বারা দৃষ্টি-সংযোজন (য়্যাকমোডেশন)ক্রিয়ার বিকার বা পক্ষাঘাত ঘটে,— r ১, র্যাট্রোপাইন ; ২, ড্যাটুরিন ; ৩, হাইয়োসায়মিন ; ৪, হোমাট্রোপাইন ; s, কেকেয়িন ; গু, ফাইসষ্টিগ মিল ; ৭, পাইলোকার্পিন ; ৮, জেলসিমিন । য়্যাটে পিন (অধিক মাত্রায় ), হাইয়োসায়েমিন, ও ড্যাটরিন স্বাক্ষী চক্ষু-অভ্যন্তরীয় চাপ (টেনশন) বৃদ্ধি পায় ; এবং কোকেরিন ও ফইসট্রিগমিন দ্বারা উহার হ্রাস হয়। জেলসিমিন দ্বারা অক্ষিগোলকের স্বাছ পেশী সকল, বিশেষতঃ লেভেটর প্যালপিত্রী ও একৃষ্টাৰ্ণাল রেক্টাস