পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> a'a সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব । ক্রিয়। জরস্থ, পচলনিবারক ; স্নায়ুশুল ও গাউট, রোগে বেদনানিবারক ; ইহা সেবন করিলে দেহের জরীয় উত্তাপ সত্বর হ্রাস হইয়া পাঁচ ছয় ঘণ্টা কাল স্থায়ী হয় ; উত্তাপ ক্রমশঃ হ্রাস হইতে থাকে, ও ২ হইতে ৪ তাপাংশ পৰ্য্যন্ত কমিয়া আইসে ; সঙ্গে সঙ্গে নাড়ীর দ্রুতত্ব হ্রাস হয়, এবং কখন কখন প্রচুর ঘর্শ্ব সহযোগে সাতিশয় অবসাদ উপস্থিত হয়। হাইপোডাৰ্মিক রূপে প্রয়োগ করিলে অতি সত্বর ও দ্বিগুণ প্রবলতা সহকারে ক্রিয়া প্রকাশ পায় । আময়িক প্রয়োগ। বিবিধ জ্বর রোগে দেহের উত্তাপাধিক্য হইলে, সর্দিগন্ধি, তরুণ সীত, গাউই, ইরিসিপেলাস, ফুসফুস্প্রদাহ, বিবিধ প্রকার স্নায়ুশূল ; লোকোমোটর র্যাটক্সি, লেরিঞ্জিল্‌মাস্ ডিউলাস, হুপিংকফ, শ্বাসকাস কষ্টরজ ইত্যাদি । হৃৎপিণ্ডের ক্ষীণতা ও সাতিশয় সাৰ্ব্বাঙ্গিক দৌৰ্ব্বল থাকিলে নিষিদ্ধ । B য়াটিপাইরিন gr. xv স্পিঃ ক্লোরোফমৃ? η κx য়াকোঃ মেম্ভ ? পিপঃ ad. Fi মিঃ । জ্বরাতিশয্য-নাশক । Apomorphinae Hydrochloridum. Hitcoitoffsä stoড্রোক্লোরাইডাম্। হাইড্রোক্লোরেট অব য়্যাপোমফাইন । আবদ্ধ নলমধ্যে মফাইন বা কোডেয়িনকে লবণ-দ্রাবক সহযোগে উত্তপ্ত করিলে এই উপক্ষার-বিশেষ-ঘটিত লবণ পাওয়া যায়। মাত্রা, gr. v*-£ ক্রিয়। প্রবল বমনকারক ; সত্বর, সহজে, বিবমিষ বা ক্ষীণত উৎপাদন না করির। কার্য্য করে। এ ভিন্ন, কফনিঃসরিক অবসাদক । r অাময়িক প্রয়োগ । মাদক বিষ-দ্রব্য সেবন বা যে কোন কারণে সত্বর পাকাশয় শূন্ত করণ প্রয়োজন হয়, ইহা উপযোগী ৷ ব্ৰঙ্কিয়্যাল, ক্যাটার, শ্বাসনলী-প্রদাহ, ক্রুপ, কাপিলারি ব্ৰঙ্কাইটিস ইত্যাদি পীড়ায় । ঈঞ্জেকৃশিয়ে য়্যাপোমফাইনী হাইপোডার্মিকা। হাইড্রোক্লোরেট, অব, র্যাপোমফাইন্‌, ১ গ্রেণ, ; ডাইলিউটেড হাইড্রোক্লোরিক য়্যাসিড, ১ মিনিম্ ; জ্বর, সৰ্ব্বসমেত, ১১০ মিনিম্। মাত্রা, হাইপোডাৰ্মিক রূপে প্রয়োগের নিমিত্ত xس-mw B য়্যাপোমফ" হাইড্রোক্লোরেটঃ gr. iiss য়াসিডঃ হাইড্রোক্লোরঃ ডিলঃ i ম্পিং রেক্টি: 3iiiss স্ল্যাকোঃ ডিষ্টিঃ 3iiiss সিরাপঃ 尊 3ix মিঃ । ةa, نسبهة ; কফনিঃস্ফারক ।

    • sas