পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৌপ্য । 》o Aqua Destinata য়্যাকোয় ডিষ্টিলেট ; ডিষ্টিল্ড, ওয়াটার। জল । স্বভাবজ জল যত দুর বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় (যথা, বৃষ্টির জল হইতে চুয়াইয়া প্রস্তুত পরিক্ৰত দ্রবীকৃত তুষার) । ཝཱ་ ক্রিয় । এ স্থলে কেবল জলের ক্রিয়াদি বর্ণনীয়, জলের উত্তাপের তারতম্য অনুসারে বিবিধ শারীর বিধানে যে সকল ক্রিয় প্রকাশ পায় তস্বর্ণন অপ্রয়োজন । যথাযথরুপে শারীর ক্রিয়া সংশোধিত হইতে কতক পরিমাণ জলের আবশ্যক । ইহা প্রবল মুত্রকারক ; ইহ দ্বার প্রস্রাবের জলীয়াংশ ও কঠিন পদার্থ সকল বৃদ্ধি পায় । ইহা মুত্রগ্রন্থি, চৰ্ম্ম, ফুসফুস ও অস্ত্ৰ দিয়া দেহ হইতে নির্গত হইয়া যায় ; নির্গমন কালে দেহাভ্যস্তরীয় ত্যাজ্য পদার্থ সকল নিরাকৃত হয় । আময়িক প্রয়োগ । তরুণ মূত্রগ্রস্থি-পীড়া ও পুরাতন ব্রাইটময়ে প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি করণার্থ ব্যবহৃত হয় । প্রস্রাবে জ্বালা বৰ্ত্তমান থাকিলে উপযোগী । জ্বর-রোগে জল পান করিলে পিপাসার উপশম হয়, এবং ত্যাজ্য পদার্থ দেহ হইতে নিরাকৃত হওনে ইহা সহায়তা করে । অশ্মরী-নিৰ্ম্মাণ-প্রবণতা থাকিলে জল পান উপকারক । গাত্র পরিষ্কার করণের নিমিত্ত, ও চৰ্ম্ম হইতে শোষিত হওঁনের নিমিত্ত স্নানাদিরূপে ব্যবহৃত হয় । ক্ষতাদিতে, ও কোন স্থান থে"ৎলাইয় গেলে, প্রদাহ, ইরিসিপেলাস আদিতে জলের পটি, ধারা, ধৌত প্রভৃতি উপকারক । 4. Arachis oleum. য়্যারেকিস ওলিয়াম। মটকলাইয়ের তৈল ; চিনাবাদামের তৈল ; য়্যারেকিস হাইপোজিয়ার । বীজ হইতে বিন উত্তাপে নিম্পেশন দ্বারা প্রাপ্ত তৈল । । ক্রিয়াদি । ওলিভ, অস্থিল, ও বাদামের তৈলের পরিবর্তে ইহা ব্যবহৃত হয়। আভ্যস্তরিক প্ররোগে মৃদু বিরেচক । Araroba, য়্যারারোব ; গোয়াপাউডার। য়াশুিরা য়্যারারোবার কাণ্ডের গহবর মধ্যে প্রাপ্ত হওয়া যায় ; ক্রাইসেরোবিন প্রস্তুত করিতে ব্যবহৃত হয় । ( ক্রাইসেরোবিন্‌ দেখ )।

      • usmessans=

Argentum. আর্জেণ্টাম i সিলভার, রৌপ্য ! এতদঘটিত ঔষধ সকল । o 2 | আর্জেণ্টাই অক্সাইডাম । wttTi, gr. ss—ii