পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাইনে { دگاه পট? কার্বঃ 密i ইনফঃ জেনশঃ কোঃ • ईwi মিঃ । মাত্রা স্ট্র । মুত্রকারক । Kaladana, কালাডান । কাবাইটিস্ নিল । কালাদান । আইপোমিয়া হেডেরেসিয়ার শুকীকৃত বীজ। মাত্র, চূর্ণ, gr, xxx—l ক্রিয়া । বিরেচক । কালাডানী রেজিনা । কালাদান হইতে প্রাপ্ত ধূনা । মাত্রা gr, if—wii পাল ভিস্ কালাডানী কম্পোজিট । কালাদান ৫, এসিড, পটাশ, টার্ট ৯, শুfষ্ঠ ১ । মাত্রা, xx–lx টিংচুর। অরিষ্ট। কালাদান ১.এলকহল (শতকরা ৭০) । পর্কোলেশন। মাত্ৰt 348--i Kaolinum, কেয়োলাইনাম । কেয়োলিন । স্বভাবজ এলুমিনীম্ সিলিকেট, চূর্ণীকৃত। পাইলুল ফক্ষরাই প্রস্তুত করিতে ব্যবহৃত হয়। Kavie Rhizoma. কাভা রিজোম । কাভা রিজোম। পাইপার মেথিষ্টিকামের মূল বিহীন নিরাট কন্দ। ক্রিয়াদি । মৃদু উত্তেজক, বলকারক, মুত্রকারক। সিষ্টাইটল্, প্রমেহ আদি মূত্র যন্ত্রের পীড়ায় ব্যবহৃত হয়। একৃষ্ট্রাক্টাম কাভী লিকুরিডাম। তরল সার। কাভা রিজেম, এলকহল ( শতকরা ১০ এবং ৪৫ ) । মাত্রা m xxx–lx Kino. কাইনো । টেরোকাপাস মাসুপিয়াম্ নামক বৃক্ষের কন্দে অস্ত্রাঘাত করিয়া প্রাপ্ত ঘনীভূত রস। মাত্র, gr, v–xx ক্রিয় । প্রবল সঙ্কোচক । আময়িক প্রয়োগ । উদরাময়, আমাশয়, আভ্যন্তরিক রক্তস্রাব, প্রমেহ ও শ্বেতপ্রদর রোগের পূয নিঃসরণ দমনার্থ, পাইরোসিস্। বাহ প্রয়োগ ;–প্ৰমেহ, শ্বেতপ্রদর, স্থানিক রক্তস্রাব ; অলিজিহ্বার শিথিলতায় কুলারূপে | পালভিস ক্যাটেকিউ কম্পোজিটাল প্রস্তুত করিতে ব্যবহৃত হয়।