পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোডিয়াই। * স্বেদরূপে উপকারক। ওজিন রোগে ইহার চূড়ান্ত দ্রবের নাসাভ্যন্তরে পিচকারী উপযোগী। সর্দি রোগে ক্ষীণ লবণ দ্রব নাসাভ্যস্তরে পিচকারী দ্বার প্রয়োগ ও উহার কুল্য বিশেষ ফলপ্রদ। জলোঁকা গলাধঃকৃত হইলে, অধরা যোনি বা সরলান্ত্র মধ্যে প্রবিষ্ট হইলে ইহার উগ্র দ্রব স্থানিক প্রয়োগ উপযোগী। ওলউঠা রোগে বাইকার্বনেট, অব সোডিয়াম্ ও ক্লোরেট অব পেটাসিয়াম্ সহ প্রয়োগ অনুমোদিত হইয়াছে। এ ভিন্ন উদরাময় রোগে উপকারক। মূত্রখণ্ডবৎ কুমি রোগে ইহার দ্রব সরলাস্ত্র মধ্যে পিচ - কারী দ্বারা প্রয়োগ । - * ৮। লাইকার সোডিয়াই এথিলেটিস। সোলুশন অব এথিলেট অব সোডিয়াম । ১ অংশ সোডিয়াম, ২০ অংশ এথিলিক য়্যালকোহলে দ্রবীকৃত। - * . ক্রিয়াদি। দাহক। নীভাল, নাসাভ্যন্তরীয় পলিপাল, ওজিন ও লুপাল রোগে স্থানিক প্রয়োগ । r ৯। সোডিয়াই সালফিস । সালফাইট অব সোডিয়াম । কবিনেট অব সোডিয়াম বা কষ্টিক সোডার উপর সালফিউরাস্ য়াসিডের ক্রিয়া দ্বারা প্রাপ্ত। মাত্রা.gr, v–xx : , , , ক্রিয়াদি । পচননিবারক। পাকাশয়ে উৎসেচন-ক্রিয় দমন করে, ও সার্সিনী ভেণ্টিকিউলাই নষ্ট করে । - * , ১০ । সোডিয়াই ব্রোমাইডাম, ব্রোমাইড, অব, সোডিয়াম। NfT, gr, x–xxx ক্রিয়াদি । ব্রোমাই অৰু পোটাসিয়ামের স্যায়, কিন্তু অপেক্ষাকৃত কম অবসাদক। { ব্রোমিস্ দেখ )। - ১১ । সোডিয়াই আইয়োডাইডাম । আইয়োডাইড অব সোডিয়াম। মাত্রী, gr. iii—v - ক্রিয়াদি । আইয়োডাইড অব পোটাসিয়ামের স্যায়। ( আইয়োডিন দেখ) । ১২। সোডিয়াই হাইপোফস্ফিস । হাইপোফফাইট, অব, সোডিয়াম্। হাইপোফাইট অব ক্যালসিয়ামের দ্রবে কার্বনেটু অব সোডিয়াম্ সংযোগ করিয়া কার্বনেট অব ক্যালসিয়াম্ অধঃপাতিত করিলে প্রাপ্ত হওয়া যায় । মাত্রা, gr, iii—x. -- ক্রিয়াদি । উৎকৃষ্ট স্বায়বীয় বলকারক। যক্ষ্মাদি রোগে উপকারক। ১৩। সোডিয়াই আসেনাস। আসেনিয়েট্‌ অব সোডিয়াম । xTal, gr.+*—* , ::.3: ליל ক্রিয়াদি ; ফাউলাস সোলিউশনের স্থায় । চৰ্ম্মরোগে ও স্নায়বীয় পীড়ায় ব্যবহৃত