পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভিষক সুহৃৎ । বা । প্র্যাকটিস্ অব মেডিসিন । , শ্রীরাধাণোবিন্দ কর এল আর, সি, পি, কৃত । ( সপ্তম সংস্করণ—সংশোধিত ও বিলক্ষণ পরিবর্দ্ধিত । ) ভৈষজ্যশাস্ত্রীধ্যায়ী পরীক্ষার্থীদিগের ও চিকিৎসক সকলের সাহ{যার্থ সঙ্কলিত। এই পুস্তকে প্র্যাক্টস্ অব মেডিসিন, মেডিক্যাল ডায়েগ নেসিল, ঔষধ-দ্রব্যের সাধারণআময়িক প্রয়োগ, প্রেস্থপ্রশনস্, মাত্রাবলী, বিবিধ রোগের পরস্পরের প্রভেদ প্রভৃতি সমুদয় প্রয়োজনীয় বিষয় সন্নিবেশিত হইয়াছে । উত্তমরূপে বুঝাইবার নিমিত্ত এই পুস্তকে অনেকগুলি চিত্র দেওয়া হইয়াছে। মূল্য ৬ টাকা ডিকমণ্ডল ॥y০ আন । স্বাত্রী-সহচর । শ্রীরাধাগোবিন্দ কর এল, আর, সি, পি, ও ঐক্ষরথচন্দ্র বনু এম, এ, এম, বি, দ্বারা সঙ্কলিত । প্রসবসম্বন্ধীয় বিবিধ অবস্থায় চিকিৎসককে ও ধাত্রীকে কি কবিতে হইবে, এ গ্রন্থে তাহা বিশদরূপে বর্ণিত হইয়াছে । মূল্য ১২ টাকা ; ডাকমাশুলাদি Jo আন । কর-সংহিতা । বা - সংক্ষিপ্ত প্রাকটিস্ অব মেডিসিন । শ্রীরাধাগোবিন্দ কর এল. আর, সি, পি কৃত । দ্বিতীয় সংস্করণ । মূল্য ২২ টাকা । ইহাতে চিকিৎসক সকলের নিত্য প্রয়োজনীয় সমুদয় বিযয় বিবৃত হইয়াছে । fচকিৎসক মাত্রেরই সঙ্গে এই পুস্তক একখানি থাকা আবখ্যক । সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব ব? ' NOTE BOOK OF MATERIA MEDJCA, স্ত্রীরাধাগোবিন্দ কর এল আর, সি, পি, কুত। তৃতীয় সংস্করণ । ‘মূল্য ১০০ টাকা । শ্ৰীগুরুদাস జ్జె 1, २os नई द#७द्रांतिनै. दठेितकtछाँ:ाँ