পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব। هارة নূতন প্রয়োগরুপ। এবস্ট্রাক্টাম্ গ্লাইসিরাইজী স্পিরিটুয়োসাম্। মাত্রা, ২-১ ড্রাম্। ভৌগোলিক স্থানের ব্যাখ্যা । ভারতবর্ষ। আজমির-মারোয়ার, আন্দামান, আসাম, বাঙ্গাল, বেরার, বোম্বাই, ব্রিটিশ, বেলুচিস্থান, ব্রহ্মদেশ, মধ্যপ্রদেশ, কুর্গ, মাদ্রাজ, উত্তর-পশ্চিম প্রদেশ, অযোধ্যা, পাঞ্জাব, সিন্ধু। আফ্রিকান উপনিবেশ —বাস্থটোল্যাণ্ড, বেচুয়ানাল্যাণ্ড, উত্তমাশা অন্তরীপ বা কেপ্রকলোনী, গ্যাম্বিয়া, গোল্ডকোষ্ট্র, লেগস, নেটাল, সেণ্ট হেলেন, সিরা লিওন, অরেঞ্জ রিভার, কেপ্‌কলোনি, “ ট্রান্স ভাল, উত্তর ও দক্ষিণ নাইজিরিয়া । 彰 অষ্ট্রেলেশিয়ান উপনিবেশ। নিউ সাউথ ওয়েল্স্, কুইন্স ল্যাও, দক্ষিণ অষ্ট্রেলিয়া, টাস্মেনিয়া, ভিক্টোরিয়া, পশ্চিম অষ্ট্রেলিয়া বৃটিশ নিউ গিনি, ফিজি দ্বীপপুঞ্জ, নিউ জীলগু, পশ্চিম . প্যাসিফিক। e পুৰ্ব্ব উপনিবেশ। সিংহল, হংকং, লাবুয়ান, মরিশস্, সেলিবেস দ্বীপপুঞ্জ, ষ্ট্রেট্স্ সেটলমেণ্ট স্। ভূমধ্যস্থ উপনিবেশ। সাইপ্রাস, জিব্রালটার, ਸੀ। উত্তর মার্কিন উপনিবেশ। ব্রিটিশ কলম্বিয়া, মানিটোক, у উত্তর-পশ্চিম টেরেটারি, নভস্কোশিয়া, অস্টেরিয়াে, প্রিন্সএড়ওয়ার্ড দ্বীপ (ক্যানেড রাজ্য); নিউফাউণ্ড ল্যাও । পশ্চিম ইণ্ডিয়ান উপনিবেশ। বাহমা দ্বীপপুঞ্জ, বারবাডস, বারমুডা দ্বীপপুঞ্জ, ব্রিটিশ, গায়েন, ব্রিটিশ, হণ্ডুরাস, জামাইকা ও টাক্স ও কেইকস দ্বীপসকল, লিওয়ার্ড দ্বীপপুঞ্জ (এণ্টিগিউয়া, ডোমিনিকা, মণ্ট সিরাট, সেণ্ট, ক্রিস্টফার \3 নেভিস, ভার্জিন দ্বীপ সকল), টিনিডাড ও টেবোগৈ, উইওওয়ার্ড দ্বীপ সকল (গ্রেনেড, সেন্ট ভিনসেন্ট)। ফক্ল্যাণ্ড দ্বীপ সকল।