পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ঔষধ প্রয়োগ বিবরণ । , ১৩ uDBB BBBB BBBS BBBBBB BBBBBDS DBBBBB BBBBS হাইড্রাজিরই অক্সাইডাই ফ্লেভাই, আইয়োডাই, থাইয়োডোফৰ্মাই, পাইসিস লিকুইডী, প্লাম্বাই য়্যাসিটেটস, প্লাম্বাই কার্বনেটস, প্যারাফিনাই, প্লাম্বাই আইয়োড়িড়াই, পোটসিয়াই আইয়োড়িভাই, রেজিনী ষ্ট্রাফিসেগ্ৰায়ী, সালফিউরিপ, সাল্‌ফিউরিস আইয়োডিডাই, ভিরাটাইনী, জিন্সাই, জিন্সাই ওলিয়েটস, হেমেমেলিডিস, গাইনোকাডা, মাইরোব্যালেনাই, মাইরোব্যালেনাই কার্য ওপিয়ে । voo I Ceota ( Vapor) ; ইনহেলেশন ; ধুম।—ঔষধদ্রব্যকে শীতল বা স্ফটিত জলের সহিত মিশ্ৰিত করিয়া উপযুক্ত যন্ত্রমধ্যে স্থাপন করিলে যে ধূম নির্গত হয় ; ঐ ধূম শ্বাস দ্বারা গ্রহণ করা যায়। ৩৭। ভাইনাম্ (Vinum ) ; ওয়াইন ; আসব। —ঔষধদ্রব্যকে শেরি আসবে বা অরেঞ্জ, ওয়াইন নামক আসবে সপ্তাহ পৰ্য্যস্ত ভিজাইয়া ছকিয়া লইবে । যে সকল দ্রব্য আসবে দ্রবণীয়, তাহাদিগকে দ্রব করিয়া লইবে । ভাইনাম —য়্যাটমোনিয়েলি, কলুচিসাই, ফেরি, ফেরি সাইট্রেটস, ইপেকাকুয়ানী, কুইনাইনী, অরানেশিয়াই, জেরিকাম্। ঔষধ প্রয়োগ বিবরণ । ঔষধ দ্রব্যসকল শরীর মধ্যে ভিন্ন ভিন্ন রূপে প্রয়োগ করা যায়। যথা,— • ১। রক্তবহ নাড়ী মধ্যে ।--এই প্রণালীতে মনুষ্য-শরীরে প্রায়ই ব্যবহৃত হয় না । RR ২ । চন্ধের নিম্নস্থ জলবৎ ঝিল্লিতে উপযুক্ত পিচকারী দ্বারা ঔষধ প্রয়োগ, ইহাকে হাইপোডমিক ইঞ্জেকশন কহে। এইরূপ প্রয়োগদ্বারা ঔষধসকল শীঘ্ৰ শোষিত হইয়া ক্রিয় দর্শায়। অৰ্দ্ধড্রামৃ-মাত্রা একটি পিচকারীর মুখে একটি তীক্ষ লৌহ-শলাকণ সংযুক্ত আছে ; ঐ শলাকার মধ্যে একটি স্বাক্ষ নল আছে। প্রথমতঃ ঔষধের দ্রব পিচকারীমধ্যে লইয়া, ঐ লৌহ-শলাটি সংযোগ করিয়া, উহা দ্বারা চৰ্ম্ম ভেদ করতঃ জালবৎ ঝিল্লিতে ঔষধ ছাড়িয়া দিবে। পিচকারী মধ্যে যেন বায়ু বা অন্ত পদার্থ প্রবিষ্ট না হয়। সামান্তত ঔষধ উদরস্থ করিলে যে ক্রিয় প্রকাশ পায়, হাইপোডাৰ্মিকৃরূপে প্রয়োগ করিলে উহার ক্রিয়া তদপেক্ষ তিন গুণ ; সুতরাং মাত্রাও সেই অনুসারে নির্ণেয়। এইরূপ প্রয়োগে ঔষধ