পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ब्लैकैकं★इंf . aa (ana) অর্থাৎ প্রত্যেকের। Ft. (Fiat অর্থাৎ প্রস্তুত কর। Hapst ( Hatitus) অর্থাৎ এককালীন পেয়। M. ( Misce ) অর্থাৎ মিশ্রিত কর । মিঃ । q. s. ( Quantum Sufficiat) offs, oftofo r s. s. (Semis ) sists stấw Sig. ( Signa ) অর্থাৎ চিহ্নিত কর। একটি আদর্শ ব্যবস্থাপত্র সচরাচর নিম্নলিখিত চারি অংশে বিভক্ত ; —১, শিরোভাগ বা উদ্ধলেখ্য, ( সুপারস্কি পশন্‌) ; ২, মাধ্য-লেখ্য:বা যে অংশে ঔষধদ্রব্য সকলের নাম ও মাত্রা লিখিত হয় (ইন্‌স্কি প্রশন ) ; ৩ অধোলেখ্য বা ঔষধ-প্রস্তুত-কারককে ঔষধ প্রস্তুত সম্বন্ধে উপদেশ (সাবস্কি প্রশন) ; ৪, ঔষধ ব্যবহার সম্বন্ধে রোগীকে উপদেশ (সিগনেটিউরা ) । এতদ্ভিন্ন, ব্যবস্থাপত্রে ‘রোগীর নাম, তারিখ, চিকিৎসকের স্বাক্ষর থাকা আবশ্বক। শিশু, কিংবা বালক বালিকার বয়স লিখিয়া দেওয়া উচিত ; যথা-অমুকের পুত্র বা কন্যার নিমিত্ত লিখিবার সময় রোগীর বয়স, যথা—চারি মাসের বা চারি বৎসরের ইত্যাদি, লিখিয়া দিবে। ইংরাজি-চিহ্ন ঈটাস্ অর্থাৎ বয়ঃক্রম ; সাঙ্কেতিক ঈট, ( et. )। শিরোভাগে “B” এইরূপ চিহ্ন ব্যবহৃত হয় । ইহা রিসিপি শব্দের সাঙ্কেতিক চিহ্ন ; ইহার অর্থ “গ্রহণ কর” । মাধ্য-লেখ্য অংশে এক এক ছত্রে এক একটি ঔষধ-দ্রব্যের নাম ও মাত্রা ল্যাটিন ভাষায় সংক্ষেপে লিখিত হয়। “ অধোলেখ্য —ব্যবস্থাপত্রের এই অংশে ঔষধ-প্রস্তুত-কারীকে ঔষধসম্বন্ধে উপদেশ দেওয়া হয়। সাঙ্কেতিক চিহ্ন দ্বারা এই অংশ লিখিত হয় ; যথা—M. র মিঃ অর্থাৎ মিশ্রিত কর, Ft. অর্থাৎ প্রস্তুত কর । M. Ft pill অর্থাৎ মিশ্রিত করিয়া বটিকা প্রস্তুত কর। ইংরাজিতে এই অংশকে সাব্‌স্কি পৃশন কহে।. . রোনীর প্রতি উপদেশ —ইংরাজিতে ইহাকে সিগনা বলে ; sig. ইহার সাঙ্কেতিক চিহ্ন। ইহা চিহ্নিত কর বা নিম্নলিখিতরূপে অভিহিত কর (মিশ্র, পেয়, বিষ ইত্যাদি ) । অনন্তর রোগীর অবগতির জন্য কিরূপে ঔষধ ব্যবহার করিতে হইবে, সে বিষয়ে উপদেশ লিখিত হয় । , , , , ‘. . . - . ক্ষাদর্শ ব্যবস্থাপুত্র ও উস্থার ভিন্ন ভিন্ন অংশ -