পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব । হ্যাসিড, সেবন করিলে প্রস্রাবে এক প্রকার পদার্থ পাওয়া যায়, যাহা শর্করার স্কৃয় ফেলিঙ্গস কপার সোলুশন পরিবৰ্ত্তিত করে। কেহ কেহ বলেন যে, এই সকল ঔষধ সেবন করিলে মূত্রে রকোজ বর্তমান থাকে না, কিন্তু মূত্রে রাষ্ট্রকিউরেনিক্‌ য়্যাসিড, পাওয়া যায়। কতকগুলি ঔষধ-দ্রব্য সেবন করিলে প্রশ্ৰণবে বিশেষ বিশেষ গন্ধ বৰ্ত্তে ; যথা, টাপিন সেবনে প্রস্রাবে ভায়োলেট, গন্ধ পাওয়া যায়। কিউবেবস ও কোপেব সেবনে মুত্রে ইহাদের স্বগন্ধ পাওয়া যায়। * দীর্ঘকাল সীসধাতুঘটিত ঔষধ সেবন করিলে, মূত্রগ্রন্থির পুরাতন ইণ্টাৰ্বষ্টিষ্ঠাল, প্রদাহ উৎপাদিত হয়। কথিত আছে যে, পারদ দ্বার। কখন কখন এই প্রদাহ উপস্থিত হয় । ৭ । যে সকল ঔষধ-দ্রব্য মুত্রাশয় ও মূত্ৰনলীর উপর কার্য্য করে।—মুত্রমাগের অবসাদক ঔষধ সকলই প্রকৃত পক্ষে কার্য্যোপযোগী । যদি প্রস্রাব বিশ্লিষ্ট হইতে থাকে, তাহ হইলে মৃত্রের পচন-নিবারক ঔষধ সকল এই শ্রেণীভুক্ত। এতদ্ভিন্ন অহিফেন, বেলাডোনা, হাইয়োসায়েমাস, ষ্টাণমোনিয়াম্, প্যারের, বুকু ও ইউভা আসাই মুত্ৰনলী ও মূত্রাশয়ের শ্লৈষ্মিক ঝিল্লির উপর সাক্ষাৎ BBB BBBB BB BBBS BBB BBBB BBBBBB BBB BB BBB BBD মুত্রযন্ত্রের অবসাদক হইয়া কথা করে ! to: ৭ম শ্রেণী । যে সকল ঔসধ-দ্রব্য শারীরিক সন্তাপের উপর কার্য্য করে । ক। য়্যাণ্টিপাইরেটিকস্ ; জ্বরত্ন -এই সকল ঔযধ-দ্রব্য শারীরিক উত্তাপ হ্রাস করে। সুস্থাবস্থায় শারীরিক উত্তাপ হ্রাস করে এরূপ ঔষধ প্রায় নাই বলিলেই হয়। তরে, কোন কোন ঔষধ, কোল্যান্স উৎপাদিত হয়, এরূপ অধিক মাত্রায় সেবন করাইলে সুস্থ ব্যক্তিরও দৈহিক উত্তাপ হ্রাস হইতে দেখা যায়। যে সকল ঔষধদ্রব্য পীড়াজনিত দেহের উত্তাপাধিক্য হ্রাস করে, তাহাদিগকেই জরত্ন ( য়্যান্টিপাইরেটিক্স) কহে। মাংস পেশী সকলের মধ্যে সর্বাপেক্ষ অধিক উত্তাপ উৎপাদিত হয় ; এবং এই উদ্ভাপ-জনন-ক্রিয়া কপাল ষ্ট্রায়েটামের অংশ বা কেন্দ্র-বিশেষের অধীন। অপর, প্রধানতঃ ত্বকের রক্তবহ নাড়ী সকল হইতে তাপ বিকীর্ণন দ্বারা এবং ঘৰ্ম্মের উৎপাতন দ্বারা শারীরিক উত্তাপ নষ্ট হয়। এই সকল রক্তবহ নাড়ী এবং স্বেদগ্ৰন্থি স্বায়ুকেন্দ্রের অধীন। এতদ্ভিন্ন, ফুসফুস দিয়াও উত্তাপ নাশ হয়।