পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যে সকল ঔষধ-দ্রব্য শ্বাস ক্রিয়ার উপর কার্য্য করে 8 ○ ৮ম শ্রেণী –যে সকল ঔষধ-দ্রব্য শ্বাস ক্রিয়ার উপর কার্য্য করে । এত বিভিন্ন কারণে শ্বাস-ক্রিয়ার পরিবর্তন সাধিত হইতে পারে যে, শ্বাস-প্রশ্বাসের উপর কার্য্যকর কোন ঔষধ-দ্রব্য কি প্রকারে কার্য্য করে তাহ নিশ্চয় বলা দুরূহ। রক্তের বা বায়ুর কোন রূপ পরিবর্তন হইলে শ্বাস-গতির বাতিক্রম ঘটে । সাক্ষাৎ সম্বন্ধে বা কোন যন্ধ হইতে প্রত্যাবৃত্ত্বরূপে, শ্বাস-প্রশ্বাসায় স্নায়ুকেন্দ্রের উপর ক্রিয়া দর্শাইয়া, অথবা শ্বাস-প্রশ্বাসীয় পেশী সকলের সঞ্চালন কোনরূপে পরিলক্টিত হইয়া শ্বাসক্রিয়ার উপর ক্রিয়া দশিতে পারে। এ ভিন্ন, শ্বাস-ক্রিয় রক্তসঞ্চলন যন্ত্রের অবস্থার উপর বিলক্ষণ নির্ভর করে । অপর, শাস ক্রিয়ার উপর কাৰ্য্য করা অপেক্ষ যে কারণে শ্বাস কষ্ট হইতেছে ততদূরীভূত করণ চিকিৎসার প্রধান উদেণ্ড । & এ স্থলে যে সকল ঔষধ-দ্রব্য শ্বাস দ্বারা প্রয়োজিত হয় তৎসম্বন্ধে উল্লেখ করা যাইতেছে । ক. যে সকল ঔষধদ্রব্য শ্বাস দ্বারা পৃষ্ঠাত বায়ুর উপাদানের পরিবর্তন সাধন করে —কোন কোন ঔষধ-দ্রব্য শ্বাসদ্বারা প্রয়োগ সুবিধাজনক ; যথা, ক্লোরোফস্ আদি চৈতন্য-হারক ঔষধ ও নাইট ইট, অব, য়্যামিল, কিন্তু ইহার শ্বাস-ক্রিয়ার উপর কার্য্য করিবার উদ্দেশ্যে প্রয়োজিত হয় না । কতকগুলি ঔষধ-দ্রব্য শ্বাসদ্বারা গ্রহণ করিলে শ্বাসনলীর শৈল্পিক ঝিল্লির উগ্রতা উৎপাদন করে ; ইহাদের দ্বারা শ্লৈষ্মিক ঝিল্লির রক্তবহ নাড়ী সকল প্রসারিত হয় এবং নিঃসরণ বৃদ্ধি পায়, ও ইহারা শ্লৈষ্মিক ঝিল্লির চৈতন্তোৎপাদক স্নায়ু সকলকে উত্তেজিত করিয়া প্রতিফলিতরূপে কাশ উৎপাদন করে। যথা,— শীতল শুষ্ক বায়ু, আইয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, সেনেগা, ইপেকাকুয়ান, সালফিউরাস্ ম্যানহাইড্রাইভ, নাইটক ফ্লাসিছ বাপ, য়্যামোনিয়া এবং তামাৰ । এই সকল ঔষধ-দ্রব্য রোগ-চিকিৎসার্থ প্রায়ই শ্বাসদ্বারা ইন্‌হেলেশনরূপে ব্যবহৃত হয় না। শ্বাস-নলীর উগ্রতাবস্থা বর্তমান থাকিলে এই সকল ঔষধের শ্বাস পরিহার্য্য । নিম্নলিখিত ঔষধ-দ্রব্য সকল শ্বাসদ্বারা গ্রহণ করিলে শ্বাস নলীর শ্নৈৰ্ম্মিক ঝিল্লিতে স্নিগ্ধকারক ক্রিয়া দশায় ।— ། མ་ཎ"ཀོད་"་རྩ"ཀཇ.ཐར་ কোনায়। ইহারে বাপ ফার্মাকোপিয়ার গৃহীত { ոթ