পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ց সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব । - ফটুকিরি ব্যবহার করিলে দস্তের অনিষ্ট সাধিত হয়, লৌহঘটিত ঔষধ দ্বারাঁ দন্ত রঞ্জিত হয়, সুতরাং এই সকল ঔষধ সেবন করিতে হইলে, কচের নল ৰ হংসপক্ষ (কুইল) মধ্য দিয়া সেবন বিধেয়, এবং এই ঔষধ সকল অনেকক্ষণ ধরিয়া কুল্য অবিধেয় । দন্ত-শূল উপশমনার্থ, স্থানিক বেদনানিবারক ঔষধ, যথা, অহিফেন, ক্রিয়োজোট, কার্বলিক্ য়্যাসিড ব্যবহার করা যায়। ইহাদের কোন একটিতে তুলা ভিজাইয়া দস্ত ক্ষত মধ্যে প্রবিষ্ট করিয়া দিবে। কার্বলিক্‌ ম্যাসিড, সংযুক্ত তুলা প্রয়োজিত হইলে, তদুপরি আরও কিছু পরিষ্কার তুলা স্থাপন করিবে, ইহাতে য়্যাসিড, মুখভ্যন্তরীয় বিধান সংলগ্ন হওন নিবারিত হয়। খ। যে সকল ঔষধ-দ্রব্য লাল গ্রন্থির উপর কার্য্য করে।— সাম্যাকসিলারি গ্রন্থি কর্ড টিম্পেনাই স্নায়ুর ক্রিয়ার অধীন। এই স্নায়ু গ্রন্থির রক্তপ্রণালী সকলের প্রসারক (ভাসো-ডাইলেটর ) স্নায়ুস্বত্র, এবং শ্রাবণ ক্রিয়া সাক্ষঞ্চ সম্বন্ধে পরিবর্তিত করে এরূপ কতকগুলি সূত্র অবস্থিতি করে, এ ভিন্ন কর্ড টিম্পেনাই উত্তেজিত হইলে, গ্রস্থির রক্তবহ নাড়ী সকলের পরিবর্তন হেতু, পরম্পরিতকপে কতকগুলি ক্রিয়া প্রকাশ পায়। এই মায়ুকেন্দ্র মেডুলাতে অবস্থিতি করে। এই স্নায়ু-কেন্দ্র ভিন্ন ভিন্ন মায়ুর উত্তেজনা বশতঃ প্রতিফলিতরূপে উদ্রিক্ত হইতে পারে, এমন কি সায়েটিক্ স্বায়ুদ্বারা, কিন্তু প্রধানতঃ ভেগাসের গাষ্টিক শাখাসকলের উত্তেজনা দ্বারা, এবং গ্লসে-ফেরিঞ্জিয়্যাল ও গ্যাষ্ট্রেটারি স্নায়ুর জিহবা ও মুখাভ্যন্তরীয় স্নায়ু অস্ত-দ্বারা প্রতিফলিতরূপে উগ্রতা প্রাপ্ত হইতে পারে। অপর, এই গ্রন্থিতে সমবেদক স্নায়ুর শাখা সকল গ্রীবাদেশীয় (সার্ভাইক্যাল ) সমবেদক স্নায়ু-কাণ্ড হইতে উৎপন্ন হয় ; ইহারা গ্রন্থির রক্তবহ নাড়ী সকলকে কুঞ্চিত করে ( ভাসো-কন্‌ষ্টি কটার) এবং ইহাদের দ্বারা গ্রন্থির শ্রাবণের স্বভাব পরিবর্তিত হইতে পারে ; কিন্তু কর্ড টিম্পেনাইয়ের ক্রিয়া সম্বন্ধে যতদূর জানা গিয়াছে, ইহাদের সম্বন্ধে তত দূর জানা যায় নাই । or যে সকল ঔষধ-দ্রব্য লালার পরিমাণ বৃদ্ধি করে, তাহাদিগকে লাল-নিঃসারক (সায়েল্মোগগস্) কহে ; যাহারা, লালার পরিমাণ হ্রাস করে তাহাদিগকে লাল-নিঃসরণ-রোধক (য়্যান্টিসায়েলোগগস্) কহে । ইহাদের মধ্যে প্রত্যেক ঔষধদ্রব্য বিভিন্ন প্রণালীতে কাৰ্য্য করিতে পারে ;