পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oso সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব । সকল ।—ইহাদের দ্বারা অন্ত্রের কৃমি-গতি ও নিঃসরণ-ক্রিয়া সাতিশয় বৃদ্ধি পায় ; এবং অধিক মাত্রায় প্রয়োজিত হইলে অন্ত্রের অত্যন্তু উগ্রত উৎপাদিত হয়, শ্লেষ্মা-নিঃসরণ অধিক হয়, রক্তপ্রণালী সকল অত্যন্ত প্রসারগ্রস্ত হয় এমন কি রক্তস্রাব উপস্থিত হয়, অত্যধিক উদরের বেদন ও কোল্যান্স, প্রকাশ পায় এবং প্রচুর পরিমাণে জলবৎ-ভেদ সংযুক্ত উদরাময় উপস্থিত হয়। অন্ত্রের কৃমি-গতি-জনিত সঙ্কোচন সচরাচর অনিয়মিত হয়, ও এ কারণ উদরের কামড়ানি অত্যন্ত অধিক হয় ; এতন্নিবারণার্থ সচরাচর এই সকল ঔষধের সহিত হাইয়োসায়েমস্ ব্যবস্থা করা যায়। নিম্নলিখিত তালিকার এই শ্রেণীর ঔষধ সকলের ক্রিয়ার প্রবলতা অনুক্রমে পরে পরে উল্লেখ করা গেল,— ক্যালোমেল, পড়ফিলিন, য়্যালোজ, জ্যালাপ, স্ক্যামনি, গ্যাম্বোজ, ওলিয়াম টেরেবিস্থিলী, কলসিন্থ, ইলেটেরিয়াম, ক্রোটন অয়িল। সৰ্ব্বশেষোক্ত ঔষধের ক্রিয়া সৰ্ব্বাপেক্ষা প্রবল ; জ্যালাপ, ইলিটেরিয়াম্, স্ক্যামনি আদি কতকগুলিকে হাইড্রোগগ বলে, কারণ ইহাদের দ্বারা প্রচুর পরিমাণে রস-নিঃসরণ-হয় ও জলবৎ ভেদ উৎপাতিত হয়। আময়িক প্রয়োগ।—দুৰ্দ্দম কোষ্ঠকাঠিন্তে, এবং দেহ হইতে যত দূর সম্ভব রস দূরীকরণ উদ্দেন্তে, জলবৎ ভেদ উৎপাদনের নিমিত্ত ভৃষ্টিক্‌ বিরেচক ঔষধ সকল ব্যবহৃত হয়। এ কারণ ব্রাইটাময়ে সচরাচর জ্যালাপ, ব্যবহৃত হইয়া থাকে। লাবণিক বিরেচক ঔষধ সকল ( স্যালাইন পারগেটিভস) —প্রকৃত পক্ষে ইহাদের ক্রিয়া-প্রণালী অজ্ঞাত ; কিন্তু ইহা নিশ্চিত যে, ইহাদের দ্বারা আন্ত্রিক রস-নিঃসরণ সতিশয় বৃদ্ধি পায়; ও এই নিঃস্থত রস পুনঃশোষিত হওন প্রতিরুদ্ধ হয়, সুতরাং অন্ত্রমধ্যে অধিক পরিমাণে রস সংগৃহীত হয়। এই রস সংগ্ৰহ জনিত অন্ত্রের প্রসারণ নিবন্ধন অস্ত্রের কৃমি-গতি মৃদু উদ্রিক্ত হয়, সুতরাং সহজে, বিনা যন্ত্রণায় যথেষ্ট পরিমাণে ভেদ হয়। যে পর্য্যন্ত না অন্ত্র মধ্যস্থ রস লাবণিক ঔষধ-দ্রব্যের দ্রবের শতকরা ৫ বা ৬ অংশ হয়, সে পৰ্য্যন্ত অন্ত্র মধ্যে এই নিঃসারণ ক্রিয়া চলিতে থাকে ; সুতরাং যদি ঔষধ-দ্রব্যের গাঢ় দ্রব প্রয়োজিত হয়, তাহা হইলে অত্যধিক পরিমাণে রস-নিঃস্বত হয় । এই প্রক্রিয়ায় অন্তর্বাহ বহির্বাহ ( অস্মোসিস ) নিয়ম যে কোন কাৰ্য্য সাধন করে, সে বিষয়ে সন্দেহ। নিম্নলিখিত ঔষধ সকল লাবণিক বিরেচক —