পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

હર সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব। ষে সকল ঔষধদ্রব্য অগুলালঘাটত রসকে সংযত করিয়া ও এরূপে ' রক্তপ্রণালী সকলকে কুঞ্চিত করিয়া কাৰ্য্য করে ;– * ট্যানি র্যাসিড, ও এতৎসংযুক্ত পদার্থ ; যথা, ক্র্যামেরিয়া মুল, কাইনে, হীমেটক্সিলিন, সিনেমমূ, কাটিকিউ, এবং ইউকেলিপটাস্ গাম্, সীসঘটিত লবণ সকল, রৌপ্য-ঘটিত লবণ সকল, দস্তাঘটিত লবণ সকল, বিস্মাথঘটিত লবণ সকল, তাম্রখটিত লবণ সকল, লৌহের পার্সন্টস । যে সকল সঙ্কোচক ঔষধ দ্বারা আন্ত্রিক রস-নিঃসরণের পরিমাণ হ্রাস হয় ;– অহিফেন, সীসঘটিত লবণ সকল, ক্যালসিয়াম ঘটিত লবণ সকল। প্রকৃত পক্ষে এই সকল ঔষধ-প্রব্যের প্রকৃত ক্রিয়-প্রণালী জানা যায় নাই ; কিন্তু সম্ভবত: ইহার অস্ত্রিক রস-নিঃসরণের পরিমাণ হ্রাস করিয়া কায্য করে । যে সকল সঙ্কোচক ঔষধ দ্রব্য অন্ত্রস্থ পেশীয় আবরণের সঙ্কোচন হ্রাস করিয়া কাৰ্য্য করে – অহিফেন, বেলাডোন, হাইয়োসারেমাস্ ষ্ট্রামোনিয়াম, সীসঘটিত লবণ সকল, চুর্ণ বিস্মথ, ঘটিত লবণ সকল । আময়িক প্রয়োগ’ ;—উদরাময় রোগে প্রত্যেক স্থলে রোগের কারণ দূরীকরণ প্রথম উদ্দেশু ; যদি এতৎসাধিত হয়, তাহা হইলে উদরাময় দমিত হয়। সচরাচর কোন উগ্রতাসাধক, অজীর্ণ ভুক্ত পদার্থ, এই উদরাময়ের কারণীভুত হয় ; এ স্থলে, এরও তৈল, রেউচিনি আদি মৃদুবিরেচক দ্বারা অন্নবহা নলীমধ্য হইতে এতন্নিরাকরণ প্রয়োজন। সাধারণতঃ উদরাময় রোগে অধিকাংশ স্থলে সম্ভবতঃ সামান্ত অন্ত্র-প্রদাহ হইতে উৎপন্ন হয়, এ সকল স্থলে পূৰ্ব্বোক্ত ৰে কোন সঙ্কোচক ঔষধ দ্বারা উপকার হইয়া থাকে ; কারণ, এ সকল স্থলে প্রসারিত রক্তপ্রণালী সকলকে সঙ্কুচিতকরণ এবং আন্ত্রিক রসনিঃস্রবণ হ্রাস-করণ চিকিৎসার প্রধান উদ্দেশু। এতন্নিবন্ধন, আন্ত্রিক সঙ্কোচক ঔষধসকল কয়েকটি একত্রে প্রয়োজিত হয় ; এবং যদি উদরাময় বিষম হয় তাহ হইলে অহিফেন সহযোগে প্রয়োগ বিশেষ ফলপ্রদ। যদি উদরাময়ের অনিবাৰ্য্য কারণ, যথা, অস্ত্রের টিউবার কিউলাস্ ক্ষত বর্তমান থাকে, তাহা হইলে এতদ্বারা ফল লাভের আশা নিতান্ত স্বল্পমাত্র। প্রকৃতপক্ষে উদরাময় রোগে, কেবল ঔষধ প্রয়োগ, চিকিৎসার সামান্ত অঙ্গমাত্র ; যদি উদরাময় প্রবল হয় তাহ হইলে সম্পূর্ণ বিশ্রাম, নিতান্ত লঘু ও এককালে স্বল্প পরিমাণ পথ্য . বিধেয় ; অধিক পরিমাণে পানীয় নিষিদ্ধ, উষ্ণ পরিধান ব্যবন্থেয়।