পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 85 ) মাতি, আপনি হয় মাতালী ৷৷ ১ ৷ নিরাকার সাকীরা সে দ্বৈতাদ্বৈত ৰূপে, ভাবনা ভেদেতে শিব, রামকৃষ্ণ কালী ৷ ২ ৷৷ ভাবিলে নিকট ভাবে অভাবে বৈতালী, রামচন্দ্রের নয়ন্থ পথে, কোথায়ে লুকালী ৷৷ ৩ ৷৷ উক্ত রাগেণ । অড়া তালেন গীমতে । ~ আয়ূরে ভাবিরে মনঃ দুজনে বলিয়া ॥ধ্ৰুং।। করিব কৰ্ত্তব্য কৰ্ম্ম তোমায় আমি জিজ্ঞাসিয়া।।*।। দশেন্দ্রিয় কৰ্ত্ত তুমি নব দ্বার পূরে, সকলি অধীন তোমার, আছি তব বাধ্য হইয়।#৷ সুমেরু বাম দক্ষিণে ঈড়া আর পিঙ্গল, অন্তরে সুসুমু নাড়ী বজিণী প্রবলা । * । চিত্রিণীতে গাধা পদ্ম ব্ৰহ্মনাড়ী মুলে, সুয়ে আছে কুণ্ডলিনী, তার মুখে মুখ দিয়া। ১ । মুলাধার স্বাধিষ্ঠান মণিপুর দিয়া, অনাহুত বিশুদ্ধাখ্য ক্রমেতে ভেদিয়া। ৯। আজ্ঞা চক্র তবস্থান ছাড়ি মহাকাশে, হংস পীঠে নামে পদ, সেবিব আজ্ঞা লইয়৷ ৷ ২ ৷ হরে জন্ম মৃত্যু জ্বরা যে ধাম পাইয়া, সগুণ নিগুৰ্ণ হয়্যো ত্রিতাপ নাশিয়া ॥*। রামচন্দ্র মনঃস্তাব ক্রিয় শূৰ্য হইয়া, এইত যোগিরো যোগ, সঙ্গতি করিয়৷ ৩ ৷৷