পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৪৩ ] आत्त्व भन्दछ कि बक्रमा नशन, शूनी नौल नजिनैौं সঘনে দামিনী সুধাকর বর রঞ্জন। ধ্ৰুং।। তিমিরে তিমির, করিতেছে দুর, করে কর করে বঞ্চন ॥*৷ মনোধিক তোমায় তুমি জ্ঞান নেত্রে, তারে দেখ না। ১। নয়নের অঞ্জন, মনে fর রঞ্জন, শীতল হবে দেহ যন্ত্রণ । ৫। ভাবিয়া এইবার, রামচন্দ্রের যুচায়, ভব যাতন ৷৷ ২ ৷৷ বাগে ঐকানোড়া রাগেণ ॥ মধ্যমান তালেন গীয়তে । কররে সুসঙ্গে প্রসঙ্গ, কালীপদ লাভ কথা। ধ্রু। উদয় হবে ভকতি, ইষ্ট পদে দৃঢ় রত, দূরে যাবে দুৰ্ম্মতি, যতন কর সৰ্ব্বথা৷ ক্ষ। পরসে পরস মণি, লৌহ কাঞ্চন গণি, সত সঙ্গের এই ফল, হবে কি অন্যথা৷ ১ ৷ বিষয় বাসনা যাবে, পরানন্দ সুখ পাৰে, রামচন্দ্র মুক্ত হবে, অনা য়াসে যাবি তথা ৷ ২ ৷৷ মদন তরঙ্গে উলঙ্গে নাচে শিব সবে বাম ॥ ধ্রু । চঞ্চল। সুস্থিরা গতি, মহা মেঘ প্রভাতখি, হরে সুধাকর দু্যতি, ওৰূপ মাধুরী সীমা। &। গলিত চিকুরে ঢাকা, ভালে অর্জ শশী রেখা, নয়ানে অম্বুজ সখা, উদয় করেছে। দশনেরসন ধরা, অবতংশ শিশু মরা, বদনে সুধার ধারা, শব কর কার্থী