পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ 8t 1 হবে, কে তুমি জানিতে পাবে, রামচন্দ্র হবি তবে, কালী পদে উন্‌ মুখ ৷৷ ৪ ৷৷ শিব আরাধিতা কালী পদ কর আশী ॥ ধ্রুং।। আজন্ম মায়ার ঘরে যতনে কৰুিছ বাস। *। অনাদি কুকৰ্ম্ম যোগ, জন্মিল তোর ভব রোগ, পাপ পুণ্য করি ভোগ, অখণ্ড হয়েছে দশ৷৷ ১ ৷ জ্ঞান শূন্য ব্ৰহ্মজ্ঞানী, ধ্যান শূন্য তথা ধ্যানী, অলসে না হলি কৰ্ম্মী, নিষ্কৰ্ম্মীর প্রায় । * ৷ নাহিক ভক্তির লেস, মুক্তি পথে সদা দ্বেষ, তুমিত পাপীর শেষ, হলি ধৰ্ম্ম কৰ্ম্ম নাশ ৷৷ ২ ৷ সত সঙ্গে নাহি রাগ, অসৎ সঙ্গে অনুরাগ, অসত্যে হয় সত্য ভাব, সত্যে নাস্তিকতা ॥*৷ এই অনুমান কর, নাহি হবে জন্মান্তর, নর হয়ে হলি খর, রামচন্দ্রের এই ভাষা || ২ ৷৷ *seness বেহাগ রাগেণ ॥ উক্ত তালেন গীয়তে । ঘন২ ঘটা ছটা স্থির দামিনী, কামিনী কামান্তে উরে ৷৷ ধ্ৰুং।। হেরি নখচন্দ্র শোভা, লজ্জিত চন্দ্রের প্রভা, লুকা ইল অরুণ আভা, পাদপদ্ম তলে ডরে । * । নীলকমল বলি, ‘মকরন্ধ আশে আলি, ঝঙ্কারে করিছে কেলি, পদতলে তার । রজত শিখর পরে, মহামেঘ প্রভ হরে, হেরিলে চাতক উড়ে, নাচে ময়ুর ময়ুরে। ১। মুক্তকেশী কেশে ঢাকা, মুখ